সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনার নজর এড়িয়ে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা পাক জঙ্গিদের৷ রুখে দিলেন ভারতীয় জওয়ানরা৷ খতম করা হয়েছে ছয় জঙ্গিকে৷ কুপওয়ারার কেরান সেক্টরে আরও জঙ্গির খোঁজে অভিযান শুরু করেছে নিরাপত্তারক্ষীরা৷ কোনও জঙ্গি আত্মগোপন করে রয়েছে কিনা তার খোঁজেই চলছে সার্চ অপারেশন৷ কোনও জওয়ানের হতাহতের খবর আসেনি৷
[লাইনচ্যুত মুম্বই-হাওড়া মেলের তিনটি কামরা, আতঙ্কিত যাত্রীরা]
ঘটনার সূত্রপাত রবিবার ভোরের আলো ফোটার আগেই৷ জানা গিয়েছে, কুপওয়ারার কেরান সেক্টরে টহল দিচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা তখনই সেখানে কিছু সন্দেহজনক কাজকর্ম নজরে আসে তাঁদের৷ তাঁরা দেখেন সীমান্তের ওপার থেকে কিছু সন্দেহভাজন ব্যক্তি সীমান্ত টপকে ভারতে প্রবেশের চেষ্টা করছে৷ সতর্ক হয়ে যান জওয়ানরা৷ সেনাকে আঁচ করতে পেরেই গুলি চালাতে থাকে জঙ্গিরা৷ পালটা উত্তর দেয় সেনা৷ ঘটনাস্থলেই খতম হয় ছয় জঙ্গি৷ অনুমান, রমজানে বড়সড় কোনও নাশকতার ছকেই উপত্যকায় প্রবেশের চেষ্টা করছিল জঙ্গিদের দলটি৷ আরও কোনও জঙ্গি আত্মগোপন করে রয়েছে কি না, সেজন্য কুপওয়ারা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সার্চ অপারেশন চালাচ্ছে সেনা৷
[থানায় ঢুকে বিজেপি বিধায়কের দাদাগিরি, সপাটে ‘চড়’ কনস্টেবলকে]
শনিবার বিকালেও টহলরত জওয়ানদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল৷ ঘটনাস্থল ছিল জম্মু কাশ্মীরের বান্দিপোরা৷ পানহার এলাকার ঘন জঙ্গলে যখন জওয়ানরা টহল দিচ্ছিলেন তখনই তাঁদের দেখে গুলি ছোঁড়ে জঙ্গিদের একটি দল৷ পুরো এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা৷ জঙ্গিদের খোঁজে এলাকায় শুরু হয় চিরুনি তল্লাশি৷ একইভাবে দু’দিন আগেও কুপওয়ারাতেও টহলরত জওয়ানদের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা৷
The post সীমান্তে অনুপ্রবেশের ছক বানচাল সেনার, খতম ছয় জঙ্গি appeared first on Sangbad Pratidin.