স্টাফ রিপোর্টার: কলকাতা তো বটেই রাজ্যের সব উড়ালপুল, সেতু ও রেলব্রিজের অবস্থা খতিয়ে দেখার জন্য বিশেষভাবে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার টাউনহলে প্রথম প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দেন৷ প্রশাসন সূত্রের খবর, পূর্ত দফতর তো কেএমডিএ বা অন্যান্য সংস্থাও যেসব উড়ালপুল তৈরি করেছে সেগুলি কী অবস্থায় রয়েছে তা অবিলম্বে খতিয়ে দেখতে হবে৷ কোথাও কোনও ফাটল বা অন্য কোনও ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় রেখে অবিলম্বে মেরামত করতে হবে৷ বস্ত্তত, কলকাতা সহ রাজ্যের সব উড়ালপুলগুলি যাতে দ্রূত নিয়ম করে নজরদারি করা হয় তা এদিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পূর্ত দফতর সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই এদিন দফতরের আধিকারিকরা বৈঠকে বসেন৷ কোন কোন এলাকায় পুরনো উড়ালপুল বা সেতু রয়েছে, সেগুলি কী অবস্থায় রয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখা হবে বলে দফতর সূত্রে খবর৷
ভোট চলাকালীন পোস্তায় উড়ালপুলের একটি অংশ ভেঙে অন্তত ২৬ জনের মৃত্যু হয়৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে মুখ্যসচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গড়া হয়৷ খড়্গপুর আইআইটির দুই অধ্যাপককেও যুক্ত করে রাজ্য প্রশাসন৷ কয়েক দিন আগে সরকারের কাছে প্রাথমিক রিপোর্টও জমা পড়ে৷ রিপোর্টে বাম আমলে তৈরি এই উড়ালপুল তৈরির ক্ষেত্রে চরম গাফিলতির হদিশ মেলে৷ উড়ালপুলের নকশা তৈরি তো বটেই এমনকী ইস্পাত ও অন্যান্য মালমশলা ব্যবহারের ক্ষেত্রে গুণগত মান যাচাই করা হয়নি৷ দফতরের এক শীর্ষকর্তা বলেন এই ধরণের মারাত্মক ত্রুটি যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য সব ধরনের নজরদারি ব্যবস্থা করা হচ্ছে৷ এ ছাড়াও সম্প্রতি চিংড়িঘাটা উড়ালপুলে ফাটল দেখা দেওয়ার পর তা দ্রূত মেরামত করা হচ্ছে৷
পূর্ত বা অন্য যে কোনও সংস্থার তৈরি উড়ালপুল মেরামত করার জন্য ‘ব্রিজ ইনসপেকশন টিম’ রয়েছে প্রশাসনের৷ এই টিমের পক্ষ থেকে রীতিমতো তালিকা তৈরি করে উড়ালপুলগুলির অবস্থা খতিয়ে দেখা হয়৷ বিশেষ ধরনের যন্ত্রের সাহায্যে উড়ালপুলের নিচে গিয়ে অবস্থা খতিয়ে দেখে মেরামত করা হয়৷ পূর্ত দফতর সূত্রে খবর, এই ‘ব্রিজ ইনসপেকশন টিম’কে আরও সক্রিয় করতে আরও অত্যাধুনিক যন্ত্র কেনার উদ্যোগ নেওয়া হবে৷ পাশাপাশি জেলাতেও পূর্ত দফতরের আধিকারিকরা গিয়ে উড়ালপুলগুলি সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশ দেবেন৷ রেললাইনের উপর দিয়ে যাওয়া উড়ালপুল মেরামতের জন্য প্রয়োজনে রেলের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখা হবে৷ অর্থাৎ পুরনো উড়ালপুল মেরামত বা নতুন উড়ালপুল তৈরির ক্ষেত্রে আরও কড়া নজরদারি চালানো হবে৷
The post উড়ালপুলগুলির হাল দেখতে নির্দেশ মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.