সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অজয় দেবগন ও তাব্বু অভিনীত থ্রিলার সিনেমা 'দৃশ্যম'-এর ধাঁচে একেবারে নিখুঁত পরিকল্পনা। খুন করে দেহ লোপাটও করে দিয়েছিলেন। তবে শেষ রক্ষা হল না। ব্যবসায়ী খুনে পুলিশের জালে ধরা পড়লেন দিল্লি পুলিশের প্রাক্তন কনস্টেবল। পুলিশি জেরায় অভিযুক্ত স্বীকার করে নিয়েছেন, ফ্ল্যাট কেনা নিয়ে বচসার জেরে এই খুন করেন তিনি। ধরা যাতে না পড়েন তার জন্য দৃশ্যম ও ওই ধরনের কিছু ওয়েব সিরিজ দেখে খুন ও দেহ লোপাটের পরিকল্পনা করেন অভিযুক্ত।
জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর স্নাম অঙ্কুশ শর্মা। তাঁর পরিবারের অভিযোগ, গত ৯ আগস্ট থেকে ওই ব্যবসায়ী নিখোঁজ ছিলেন। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ। একাধিক সিসিটিভির সূত্র ধরে পুলিশ জানতে পারে শেষ বার প্রাক্তন কনস্টেবল প্রবীণের সঙ্গে দেখা গিয়েছিল অঙ্কুশকে। এর পরই প্রবীণকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরার মুখে প্রবীণ স্বীকার করে সে অঙ্কুশকে খুন করেছে।
[আরও পড়ুন: নেপাল বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মোদির, দেহ ফেরাবে বায়ুসেনা]
তদন্তে অভিযুক্তের থেকে পুলিশ জানতে পারে, নয়ডাতে একটি ফ্ল্যাট কেনা নিয়ে অঙ্কুশের সঙ্গে চুক্তি হয় প্রবীণের। ১ কোটির বেশি দামের ওই ফ্ল্যাট কেনার জন্য ৮ লক্ষ টাকা অগ্রিম দেন প্রবীণ। পরে সেই ফ্ল্যাট নিয়ে বচসা হয় দুজনের মধ্যে। এর পরই অঙ্কুশকে খুনের ছক কষে প্রবীণ। ৯ আগস্ট রাতে অঙ্কুশকে তাঁর অফিস থেকে নিয়ে যায় অভিযুক্ত। জানানো হয়, ফ্ল্যাট কেনার কিস্তির টাকা দেবে সে। যেখানে ফ্ল্যাট কেনার কথা ছিল সেই আবাসনে যান দুজন। সেখানে পার্কিংয়ে বসে তাঁরা মধ্যপান করেন।
[আরও পড়ুন: ফিরে পাবেন হারা-ধন, Rail Madad-তে মুস্কিল আসান]
মদ খাওয়ার পর ভারী কিছু দিয়ে অঙ্কুশের মাথায় আঘাত করে প্রবীণ। এর পর এক পরিত্যক্ত জায়গায় সেই মৃতদেহ পুঁতে দেয় সে। পুলিশের লাগাতার জেরার মুখে অভিযুক্ত স্বীকার করে নেয় এই খুনের কথা। শেষে প্রবীণকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এবং উদ্ধার করা হয় মাটিতে পোঁতা অঙ্কুশের মৃতদেহ।