shono
Advertisement

Breaking News

লোকসভা ভোটের আগে চমক, বাড়ল পিপিএফ-স্বল্প সঞ্চয়ে সুদের হার

পিপিএফে সুদের হার ৭.৬ শতাংশ থেকে বেড়ে ৮ শতাংশ হয়েছে। The post লোকসভা ভোটের আগে চমক, বাড়ল পিপিএফ-স্বল্প সঞ্চয়ে সুদের হার appeared first on Sangbad Pratidin.
Posted: 02:07 PM Sep 20, 2018Updated: 02:07 PM Sep 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগে ফের চমক। পুজোর মুখে পিপিএফ, এনএসসি-সহ স্বল্প সঞ্চয় প্রকল্পে ০.০৪ শতাংশ সুদের হার বাড়াল রিজার্ভ ব্যাংক। সুদ বৃদ্ধির তালিকায়  রয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ডও। পিপিএফে সুদের হার ৭.৬ শতাংশ থেকে বেড়ে ৮ শতাংশ হয়েছে। কিষাণ বিকাশপত্রে সুদের হার ছিল ৭,৬ শতাংশ। বেড়া তা হল ৭.৭ শতাংশ। একইভাবে সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার বেড়ে হল ৮.৫ শতাংশ। রেকারিং ডিপোজিটে সুদের হার বেড়ে ৭.৩ শতাংশ। জানা গিয়েছে, সুনির্দিষ্ট প্রকল্পের সঞ্চয়কারীরা অক্টোবর থেকেই সুদের সুবিধা পেতে চলেছেন।

Advertisement

বলা বাহুল্য, শিশুকন্যার ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক অভিভাবকই সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে সঞ্চয় শুরু করেছেন। কেউ বা সঞ্চয়ের কথা ভেবে রেখেছেন। তাঁদের দুজনের জন্যই সুখবর। এমনিতেই সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে সুদের হার ৮.১ শতাংশ। নয়া হার চালু হলে তা ৮.৫ শতাংশ হবে। একইভাবে অনেকেই পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সঞ্চয় করে ভবিষ্যত সুরক্ষিত রেখেছেন। পুজোর মুখে সেই পিপিএফেরও সুদ বেড়ে আট শতাংশ হল। স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়াতে খুশির হাওয়া কৃষকদের মধ্যেও। কেভিপি বা কিষাণ বিকাশপত্রেও বেড়েছে সুদের হার। ৭.৭ শতাংশ হারে সুদ বৃদ্ধি পাওয়ায় ১১৮ মাসের বদলে ১১২ মাসেই টাকা পেয়ে যাবেন সঞ্চয়ী কৃষক। সবমিলিয়ে স্বল্প সঞ্চয় প্রকল্পে ০.০৪ শতাংশ সুদের হার বাড়ছে। পুজোর মুখে স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদ বৃদ্ধিতে খুশি আমজনতা। বলা বাহুল্য, ২০১৮-১৯ অর্থবর্ষের ১ অক্টোবর থেকে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা সংশ্লিষ্ট প্রকল্পে সঞ্চয়ের পরিকল্পনা করেছেন তাঁরা শুরুতেই বর্ধিত হারে সুদের সুবিধা পাবেন।

[গরু গড়গড়িয়ে সংস্কৃত বলবে! এ কী বার্তা নিত্যানন্দের?]

The post লোকসভা ভোটের আগে চমক, বাড়ল পিপিএফ-স্বল্প সঞ্চয়ে সুদের হার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement