shono
Advertisement

‘ভাই’ চাঁদের হাতে চন্দ্রযানের রাখি ‘দিদি’ পৃথিবীর, বিক্রমের সাফল্যে মিমের বন্যা নেটদুনিয়ায়

'আমরা এখন চাঁদে', ল্যান্ডার বিক্রমের সাফল্যে মেতে নেটিজেনরা।
Posted: 08:13 PM Aug 23, 2023Updated: 08:44 PM Aug 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চন্দ্রযান ৩এর (Chandrayaan 3) ল্যান্ডার বিক্রম (Lander Vikram) সফলভাবে চাঁদের মাটিতে নামতেই মিমের বন্যা নেটদুনিয়ায়। বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গিয়েছে ভারত। সেই সাফল্য উদযাপনে মেতেছে গোটা দেশ। তাঁদের উদযাপনের প্রতিফলন দেখা যাচ্ছে নেটদুনিয়ায়। একের পর এক নজরকাড়া মিমে আরও বেড়ে উঠছে চন্দ্রযানের সাফল্যের উচ্ছ্বাস।

Advertisement

দীর্ঘদিন ধরেই চাঁদকে ‘মামা’ হিসাবে ডাকার প্রচলন রয়েছে ভারতবাসীর মধ্যে। এদিন চন্দ্রযানের সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও উঠে এসেছে এই কথা। নেটিজেনদের কার্টুনেও ধরা পড়েছে সেই দৃশ্য। দেখা যাচ্ছে, চন্দ্রযানের আদলে গড়ে তোলা রাখি চাঁদের হাতে পরিয়ে দিচ্ছে মা ধরিত্রী। 

নেটদুনিয়ার পছন্দের তালিকায় দেখা গিয়েছে ভারত ও পাকিস্তানের পতাকা। নেটিজেনদের দাবি, কোনও দেশের পতাকায় চাঁদ থাকে। আর কোনও দেশ চাঁদের মাটিতে পৌঁছে নিজেদের পতাকা উত্তোলন করে। এটাই দুই দেশের পার্থক্য।

ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে অন্যতম উল্লেখ্য নাম দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আবদুল কালাম। নেটিজেনদের মিমে একাধিকবার ফিরে এসেছেন তিনি। চন্দ্রযানের সাফল্যে আনন্দাশ্রু ঝরছে তাঁর চোখে, এমনটাই তুলে ধরতে চাইছেন নেটিজেনদের একাংশ।

নেটদুনিয়ার পছন্দের তালিকায় উঠে এসেছে ‘চক দে ইন্ডিয়া’ ছবির শাহরুখ খানের ছবিও। বিশ্বজয়ের পর যে হাসি দেখা গিয়েছিল কোচ কবীর খানের মুখে, সেই একই হাসি আজ জ্বলজ্বল করছে প্রত্যেক ভারতবাসীর মুখেও।

[আরও পড়ুন: ‘দূরের চাঁদমামা এবার ট্যুরের হবে’, চন্দ্রযানের সাফল্যের পর ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন মোদি]

আমজনতার পাশাপাশি সেই তালিকায় রয়েছে আইপিএলের দলগুলি। মজার টুইট করেছে কলকাতা নাইট রাইডার্স। ইতিহাস গড়ার পরে চন্দ্রযানকে শুভেচ্ছা জানিয়েছে তারা। সেই সঙ্গে অনুরোধ করা হয়েছে, “রিঙ্কু সিং এতদিন পর্যন্ত ছক্কা মেরে যতগুলো বল হারিয়েছেন, সেগুলো খুঁজে দেবে ল্যান্ডার বিক্রম।” শুভেচ্ছা জানিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসও।

চন্দ্রযান ৩-এর সাফল্যের দিনে নেটিজেনদের মনে পড়ছে ২০১৯ সালের ৬ সেপ্টেম্বরের কথাও। সেদিনও একই রকম আশা নিয়ে ইসরোর দিকে তাকিয়েছিলেন দেশবাসী। কিন্তু যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ করে ভেঙে পড়েছিল চন্দ্রযান ২-এর ল্যান্ডার। সেই সঙ্গে ভেঙে গিয়েছিল দেশবাসীর মন। কান্নায় ভেঙে পড়েছিলেন ইসরোর তৎকালীন চেয়ারম্যান কে শিবন। নেটিজেনদের মিমে ফিরে এসেছে তাঁর কান্নার ছবিও। আজকের সাফল্যের নেপথ্যে চন্দ্রযান ২-এর ভূমিকাও স্বীকার করেছেন তাঁরা।

[আরও পড়ুন: ব্যর্থতা থেকে ইতিহাস, ৪ বছরে কীভাবে ঘুরে দাঁড়াল ইসরো? চন্দ্রযানের গতিপথই বা কেমন ছিল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement