shono
Advertisement

লাস্যময়ী পোলিং অফিসারকে মনে আছে? বিয়ের আসরে নেচে মাতালেন তন্বী

রিনা দ্বিবেদীর টিকটক ভিডিও নেটদুনিয়ায় আগুন জ্বালাচ্ছে! The post লাস্যময়ী পোলিং অফিসারকে মনে আছে? বিয়ের আসরে নেচে মাতালেন তন্বী appeared first on Sangbad Pratidin.
Posted: 08:45 PM Jul 27, 2019Updated: 08:45 PM Jul 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলুদ শাড়ি, হলুদ স্লিভলেস ব্লাউজ, চোখে রোদচশমা এবং হাতে ইভিএম৷ পোলিং অফিসার রিনা দ্বিবেদীর পরিচয় দেওয়ার জন্য এটুকুই যথেষ্ট৷ লোকসভা নির্বাচনের উত্তাপের মাঝে ওই মহিলা আধিকারিকই হয়ে উঠেছিলেন ‘ইন্টারনেট সেনসেশন’৷ তবে ভোট মিটে যাওয়া মানেই যে লাস্যময়ী আধিকারিকের স্মৃতি ম্লান হয়ে গিয়েছে, তা ভাবলে আপনি ভুল করছেন৷ কারণ, একটি টিকটক ভিডিওর মাধ্যমেই আবারও নেটদুনিয়ায় উত্তাপ ছড়ালেন রিনা৷

Advertisement

[ আরও পড়ুন: ছেলেধরা সন্দেহে কংগ্রেস নেতাদের গণপিটুনি, উত্তেজনা মধ্যপ্রদেশে]

জেনওয়াই মেতে রয়েছে টিকটক অ্যাপে৷ নিমেষের মধ্যেই নানা গানের তালে ভিডিও তৈরি করছে তারা৷ সেই ভিডিও ছড়িয়ে যাচ্ছে নেটদুনিয়ায়৷ লাইক, কমেন্টের বন্যা বইছে কি না, তা নিয়ে মাথাব্যথা অ্যাপ ব্যবহারকারীদের৷ নেটদুনিয়ার চলতি হাওয়া গায়ে মাখলেন পোলিং অফিসার রিনা দ্বিবেদী৷ তিনিও তৈরি করে ফেললেন একটি টিকটক ভিডিও৷ স্বপ্না চৌধুরির গাওয়া ‘তেরি আঁখো কা বো কাজল’ গানে কোমর দোলালেন রিনা৷ পরনে সবুজ রংয়ের শিফনের শাড়ি এবং কালো রংয়ের স্লিভলেস ব্লাউজ, খোলা চুলে লাস্যময়ী ওই মহিলা৷ বিয়ের অনুষ্ঠানে কোমর দুলিয়ে তাঁর এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রিনা৷ লাস্যময়ীর ভিডিও ভাইরাল হয়েছে বিদ্যুতের গতিতে৷ আর তারপর থেকে লাইক, কমেন্টের ঝড় উঠেছে৷ শোনা যাচ্ছে, বন্ধুত্ব পাতানোর অনুরোধ সামলাতেও নাকি বেশ বেগ পেতে হচ্ছে ওই লাস্যময়ীকে৷

[আরও পড়ুন: ছত্তিশগড়ে সরকারি চাকরির পরীক্ষায় যৌথ সাফল্য, প্রথম ও দ্বিতীয় স্থানে স্বামী-স্ত্রী]

রিনা উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা৷ খুব অল্প বয়সেই বিয়ে হয়েছে তাঁর৷ তবে বিয়ের জন্য কেরিয়ারে কোনও ক্ষতি হোক, তা চাননি রিনা কিংবা তাঁর স্বামী কেউই৷ তাই তো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন ওই তন্বী৷ এরপর পূর্ত দপ্তরে চাকরি পান রিনা৷ সপ্তদশ লোকসভা নির্বাচনের সময় ভোটের ডিউটি পড়েছিল লখনউতে৷ ইভিএম নিয়ে যাওয়ার সময় হলুদ শাড়ি, স্লিভলেস ব্লাউজ পরা লাস্যময়ী পোলিং অফিসারের ছবি ভাইরাল হয়ে গিয়েছিল নিমেষেই৷ তারপর থেকে একেবারেই সেলিব্রিটি হয়ে গিয়েছেন রিনা দ্বিবেদী৷

The post লাস্যময়ী পোলিং অফিসারকে মনে আছে? বিয়ের আসরে নেচে মাতালেন তন্বী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement