সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলুদ শাড়ি, হলুদ স্লিভলেস ব্লাউজ, চোখে রোদচশমা এবং হাতে ইভিএম৷ পোলিং অফিসার রিনা দ্বিবেদীর পরিচয় দেওয়ার জন্য এটুকুই যথেষ্ট৷ লোকসভা নির্বাচনের উত্তাপের মাঝে ওই মহিলা আধিকারিকই হয়ে উঠেছিলেন ‘ইন্টারনেট সেনসেশন’৷ তবে ভোট মিটে যাওয়া মানেই যে লাস্যময়ী আধিকারিকের স্মৃতি ম্লান হয়ে গিয়েছে, তা ভাবলে আপনি ভুল করছেন৷ কারণ, একটি টিকটক ভিডিওর মাধ্যমেই আবারও নেটদুনিয়ায় উত্তাপ ছড়ালেন রিনা৷
[ আরও পড়ুন: ছেলেধরা সন্দেহে কংগ্রেস নেতাদের গণপিটুনি, উত্তেজনা মধ্যপ্রদেশে]
জেনওয়াই মেতে রয়েছে টিকটক অ্যাপে৷ নিমেষের মধ্যেই নানা গানের তালে ভিডিও তৈরি করছে তারা৷ সেই ভিডিও ছড়িয়ে যাচ্ছে নেটদুনিয়ায়৷ লাইক, কমেন্টের বন্যা বইছে কি না, তা নিয়ে মাথাব্যথা অ্যাপ ব্যবহারকারীদের৷ নেটদুনিয়ার চলতি হাওয়া গায়ে মাখলেন পোলিং অফিসার রিনা দ্বিবেদী৷ তিনিও তৈরি করে ফেললেন একটি টিকটক ভিডিও৷ স্বপ্না চৌধুরির গাওয়া ‘তেরি আঁখো কা বো কাজল’ গানে কোমর দোলালেন রিনা৷ পরনে সবুজ রংয়ের শিফনের শাড়ি এবং কালো রংয়ের স্লিভলেস ব্লাউজ, খোলা চুলে লাস্যময়ী ওই মহিলা৷ বিয়ের অনুষ্ঠানে কোমর দুলিয়ে তাঁর এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রিনা৷ লাস্যময়ীর ভিডিও ভাইরাল হয়েছে বিদ্যুতের গতিতে৷ আর তারপর থেকে লাইক, কমেন্টের ঝড় উঠেছে৷ শোনা যাচ্ছে, বন্ধুত্ব পাতানোর অনুরোধ সামলাতেও নাকি বেশ বেগ পেতে হচ্ছে ওই লাস্যময়ীকে৷
[আরও পড়ুন: ছত্তিশগড়ে সরকারি চাকরির পরীক্ষায় যৌথ সাফল্য, প্রথম ও দ্বিতীয় স্থানে স্বামী-স্ত্রী]
রিনা উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা৷ খুব অল্প বয়সেই বিয়ে হয়েছে তাঁর৷ তবে বিয়ের জন্য কেরিয়ারে কোনও ক্ষতি হোক, তা চাননি রিনা কিংবা তাঁর স্বামী কেউই৷ তাই তো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন ওই তন্বী৷ এরপর পূর্ত দপ্তরে চাকরি পান রিনা৷ সপ্তদশ লোকসভা নির্বাচনের সময় ভোটের ডিউটি পড়েছিল লখনউতে৷ ইভিএম নিয়ে যাওয়ার সময় হলুদ শাড়ি, স্লিভলেস ব্লাউজ পরা লাস্যময়ী পোলিং অফিসারের ছবি ভাইরাল হয়ে গিয়েছিল নিমেষেই৷ তারপর থেকে একেবারেই সেলিব্রিটি হয়ে গিয়েছেন রিনা দ্বিবেদী৷
The post লাস্যময়ী পোলিং অফিসারকে মনে আছে? বিয়ের আসরে নেচে মাতালেন তন্বী appeared first on Sangbad Pratidin.