shono
Advertisement
Indian Navy

কার অনুমতিতে স্পিডবোটের ট্রায়াল রান? মুম্বই দুর্ঘটনার পর নৌসেনাকে প্রশ্ন পুলিশের

ব্যস্ত সময়েই বা কেন স্পিডবোট পরীক্ষা করছিল নৌসেনা? প্রশ্ন পুলিশের।
Published By: Anwesha AdhikaryPosted: 11:40 AM Dec 20, 2024Updated: 11:40 AM Dec 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে লঞ্চডুবির ঘটনায় এবার পুলিশি জেরার মুখে নৌসেনা। জানা গিয়েছে, ওই দুর্ঘটনায় একগুচ্ছ প্রশ্নের জবাব চেয়ে ভারতীয় নৌসেনাকে চিঠি দিয়েছে কোলাবা পুলিশ। সেনার কাছে জানতে চাওয়া হয়েছে, ওই এলাকায় স্পিডবোট চালানোর অনুমতি কে দিল? ব্যস্ত সময়েই বা কেন স্পিডবোট পরীক্ষা করছিল নৌসেনা?

Advertisement

বুধবার গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্টা গুহা যাওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটে। তাতে মৃত্যু হয়েছে ১৪ জনের। দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে নিরাপত্তায় গাফিলতির বড়সড় অভিযোগ উঠছে। লঞ্চে ছিলেন ১১০ জন যাত্রী। সমস্ত যাত্রীকে লাইফ জ্যাকেট দেওয়া হয়নি বলে জানা গিয়েছে। নৌসেনার স্পিডবোট চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ। নৌসেনা সূত্রে জানা গিয়েছে, স্পিডবোটের ইঞ্জিনে গোলমালের জেরে দুর্ঘটনা ঘটেছে।

গোটা ঘটনায় তদন্তে নামে মুম্বই পুলিশ। তারপরেই নৌসেনার কাছে একাধিক প্রশ্নের উত্তর চেয়েছে তারা। বৃহস্পতিবার ভারতীয় নৌসেনা এবং মহারাষ্ট্র মেরিটাইম বোর্ডের কাছে চিঠি পাঠানো হয়েছে মুম্বই পুলিশের তরফে। ব্যস্ত সময়ে ওই এলাকায় যখন পর্যটকবাহী লঞ্চের ভিড়, তখন কেন পরীক্ষামূলকভাবে স্পিডবোট চালানো হল? কার অনুমতিতে স্পিডবোট পরীক্ষা করতে শুরু করল নৌসেনা, সেই প্রশ্নও তোলা হয়েছে পুলিশের তরফে।

দুর্ঘটনার পরে বোর্ড অফ এনকোয়ারি গঠন করেছে নৌসেনাও। অন্যদিকে, দুর্ঘটনার পরে দুদিন কেটে গেলেও খোঁজ মেলেনি ৭ বছর বয়সি এক বালকের। তার খোঁজে চলছে তল্লাশি। লঞ্চের ৯৮ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। নৌসেনার স্পিডবোটে থাকা মাত্র দুজন আধিকারিক রক্ষা পেয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্টা গুহা যাওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটে।
  • বৃহস্পতিবার ভারতীয় নৌসেনা এবং মহারাষ্ট্র মেরিটাইম বোর্ডের কাছে চিঠি পাঠানো হয়েছে মুম্বই পুলিশের তরফে।
  • দুর্ঘটনার পরে বোর্ড অফ এনকোয়ারি গঠন করেছে নৌসেনাও।
Advertisement