সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০০ গ্রাম ওজনই কাল হল! প্যারিস অলিম্পিক থেকে 'বিতর্কিতভাবে' বাদ পড়লেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহল থেকে বিনোদুনিয়া এমনকী সোশাল পাড়াতেও চর্চা নিরন্তর! ভিনেশ ফোগাটের বাদ পড়ার নেপথ্যে গভীর 'ষড়যন্ত্র' দেখছে মোদি বিরোধী শিবিরগুলো। সেই আবহেই কুস্তিগির ভিনেশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন হেমা মালিনী (Hema Malini)।
বিজেপি সাংসদের ভাষার মারপ্যাঁচ নিয়েই বিরক্ত নেটপাড়া। ঠিক কী বলেছিলেন হেমা মালিনী, যে কারণে বিপাকে পড়তে হল তাঁকে? মথুরার তারকা সাংসদ এপ্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে গিয়ে জানান, "ভীষণ আশ্চর্যজনক একটা বিষয়। খুব অবাক লাগছে ভেবে যে, ও মাত্র ১০০ গ্রাম বেশি ওজনের জন্য অলিম্পিক থেকে ছিটকে গেল। কতটা গুরুত্বপূর্ণ নিজের ওজন ঠিক রাখা, এই ঘটনা থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। আমাদের তারকাদেরও। বিশেষ করে মহিলাদের শেখা উচিত যে, ১০০ গ্রাম ওজনটাও গুরুত্বপূর্ণ। আমাদের খুব কষ্ট হচ্ছে ভিনেশ ফোগাটের জন্য। ইশ! যদিও ১০০ গ্রাম ওজনটা উনি ঝরিয়ে ফেলতে পারতেন, কিন্তু না! এবার তো আর সম্ভব নয়।" হেমা মালিনীর এহেন মন্তব্যেই বিতর্কের স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে নেটপাড়ায়।
[আরও পড়ুন: ‘স্বৈরাচারী হাসিনার জন্যই বাবা বঙ্গবন্ধু লাঞ্ছিত’, মূর্তিভাঙা কাণ্ডে ধিক্কার আজমেরী হক বাঁধনের]
বিজেপির তারকা সাংসদকে কটাক্ষ করতেও পিছপা হলেন না নেটপাড়ার একাংশ। তাঁদের কথায়, 'আপনি মুখ বন্ধ রাখা শিখুন।' আবার কারও কটাক্ষ,'হেমা মালিনীর মতো মানুষগুলোকে কেন ভোট দিয়ে পার্লামেন্টে নিয়ে আসে হয়, কে জানে?' আবার কেউ বলছেন, 'অত্যন্ত মূর্খের মতো কথা।' কেউ বা আবার একজন মহিলা হয়ে অন্য মহিলাদের ওজনের উপর এহেন 'বাটপারি' নিয়ে বেজায় চটেছেন। সবমিলিয়ে ভিনেশ ফোগাটের উদ্দেশে হেমার মন্তব্য নিয়ে সরগরম নেটপাড়া।
ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat Disqualified) নিয়ে আবেগে ভাসছে গোটা দেশ। মেডেল হাতছাড়া হয়েছে ঠিকই! কিন্তু ভিনেশ ফোগাটের মতো দুরন্ত কুস্তিগিরের বিরুদ্ধে গোটা দুনিয়ার সামনে প্যারিস অলিম্পিকের মঞ্চে যেভাবে নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে, তাতে দুঃখিত ভারতের ক্রীড়ামহল। সেই সঙ্গে অনেক প্রশ্নও উঠেছে অলিম্পিক থেকে ভিনেশের বাতিল হওয়া নিয়ে। ৫০ কেজি বিভাগে তাঁর নামার কথা ছিল। তবে নির্ধারিত ওজনের থেকে ১০০ গ্রাম বেশি হওয়ায় প্যারিস অলিম্পিক মেডেল তাঁর অধরাই রয়ে যায়। যা নিয়ে বর্তমানে নানা প্রশ্ন, নানা চর্চা শুরু হয়েছে।