shono
Advertisement

পুজোর মুখে রাজ্যে বিনিয়োগ, হলদিয়ায় নতুন কারখানা গড়ছে চ্যাটার্জি গোষ্ঠী

এক হাজার মানুষের কর্মসংস্থান৷ The post পুজোর মুখে রাজ্যে বিনিয়োগ, হলদিয়ায় নতুন কারখানা গড়ছে চ্যাটার্জি গোষ্ঠী appeared first on Sangbad Pratidin.
Posted: 06:49 PM Oct 09, 2018Updated: 06:49 PM Oct 09, 2018

সন্দীপ চক্রবর্তী: পুজোর মুখে সুখবর৷ হলদিয়া শিল্পাঞ্চলে ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে চ্যাটার্জি গোষ্ঠী৷ মঙ্গলবার নবান্নে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে কারখানার জন্য জমি দেওয়ার প্রস্তাব অনুমোদন হয়ে গিয়েছে৷ ডিসেম্বর থেকে শুরু হবে প্রকল্পের কাজ৷ পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, হলদিয়ায় চ্যাটার্জি গোষ্ঠীর নয়া কারখানায় এক হাজার মানুষের কর্মসংস্থান হবে৷

Advertisement

[ পুজো অনুদানে স্থগিতাদেশ বহাল হাই কোর্টের, হলফনামা পেশ রাজ্যের]

এ  রাজ্যে বিনিয়োগ আনতে অক্লান্ত পরিশ্রম করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমুল জমানা এ রাজ্যে যেমন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে চালু হয়েছে, তেমনি বিনিয়োগ টানতে নিয়মিত বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷ দিন কয়েক আগেই ইউরোপ সফর থেকে ফিরলেন তিনি৷ ইউরোপের বিভিন্ন দেশের শিল্পপতি ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি৷ এ রাজ্যে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন ইটালি, জার্মানির মতো দেশের শিল্পপতিরা৷ এদিকে হলদিয়া শিল্পাঞ্চলেও ফের নতুন করে বিনিয়োগ করতে আগ্রহী চ্যাটার্জি গোষ্ঠী৷ পুর ও নগরোয়ন্ন দপ্তর মারফত জমি চেয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়৷ মঙ্গলবার নবান্নে মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে সেই প্রস্তাব অনুমোদন শিল্প সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি৷ সিদ্ধান্ত হয়েছে, হলদিয়ায় চ্যাটার্জি গোষ্ঠীকে প্রায় ৯৯ একর জমি দেবে হলদিয়া উন্নয়ন পর্ষদ৷ সেই জমিতে গড় উঠবে কারখানা৷

রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী হলদিয়া উন্নয়ন পর্ষদেরও চেয়ারম্যান৷ মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, প্রস্তাবিত প্রকল্প প্রজেক্ট রিপোর্ট ইতিমধ্যে হলদিয়া উন্নয়ন পর্ষদে জমা পড়ে গিয়েছে৷ ডিসেম্বর থেকে কাজও শুরু হবে৷ হলদিয়ায় এই প্রকল্পের এক হাজার মানুষের কর্মসংস্থান হবে৷

[ ঘুরে দাঁড়ানোর চেষ্টা ব্যবসায়ীদের, পুজোয় বোনাস পাচ্ছেন বাগরির কর্মীরা]

The post পুজোর মুখে রাজ্যে বিনিয়োগ, হলদিয়ায় নতুন কারখানা গড়ছে চ্যাটার্জি গোষ্ঠী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement