shono
Advertisement

আই লিগের আগেই সমস্যা, ইনভেস্টরের সঙ্গে সম্পর্ক শেষ হতে চলেছে মহামেডানের!

কেন শতাব্দী প্রাচীন ক্লাবের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটতে চাইছে ইনভেস্টররা?
Posted: 08:24 PM Jan 03, 2021Updated: 08:34 PM Jan 03, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ আই লিগ শুরু হচ্ছে ৯ জানুয়ারি। প্রথম ম্যাচে সুদেভা এফসি-র বিরুদ্ধে নামছে মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। আই লিগের (I league) বল গড়ানোর আগে রেড রোডের ধারের ক্লাবের জন্য দুঃসংবাদ। সাদা-কালো শিবিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে তাদের ইনভেস্টর বাঙ্কারহিল।

Advertisement

দ্বিতীয় ডিভিশন আই লিগের আগে নতুন ইনভেস্টর নিয়ে এসেছিলেন মহামেডান কর্তারা। ভাল দল গড়ে আই লিগে ওঠা ছিল কর্তাদের স্বপ্ন। সেই কারণে বাঙ্কারহিলের সঙ্গে গাঁটছড়া বাঁধে মহমেডান। কিন্তু সেই সম্পর্ক মাস তিনেকের বেশি টিকলই না। বাঙ্কারহিলের অন্যতম ডিরেক্টর আদিত্য রাজ রবিবার বললেন, “আই লিগ কোয়ালিফায়ারের আগে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন মহামেডান কর্তারা। সেই সময়ে ওদের অর্থের দরকার ছিল। কলকাতা ফুটবল লিগ, আই লিগে ভাল কিছু করার কথা বলেছিলেন। ভাল দল তৈরির কথা জানিয়েছিলেন কর্তারা। আমরাও সব শুনে মউ চুক্তিতে সই করেছিলাম এবং অগ্রিম অর্থও দিয়েছিলাম।” `

[আরও পড়ুন: হিন্দু হয়ে গোমাংস খেয়েছেন রোহিতরা? রেস্তরাঁয় খেতে যাওয়া নিয়ে এবার নয়া বিতর্ক]

ইনভেস্টর কর্তাদের অভিযোগ দ্বিতীয় ডিভিশন কোয়ালিফায়ার জেতার পর সাদা-কালো শিবিরের কর্তারা চূড়ান্ত চুক্তিতে সই করতে অযথা সময় নষ্ট করেন। আই লিগ শুরুর ঠিক এক সপ্তাহ আগে নতুন দাবি করে বসেন মহামেডান কর্তারা। আদিত্য বলেন, “আই লিগ শুরু হওয়ার সপ্তাহ খানেকও আর বাকি নেই, গতকাল ওঁরা শর্ত বদল করার দাবি করেন। চূড়ান্ত চুক্তিপত্রেও ওরা সই করেননি। ফলে আমাদের পক্ষে আর অর্থ বিনিয়োগ করা সম্ভব হচ্ছে না। আমরা যে শর্ত দেখে মউ চুক্তিতে সই করেছিলাম, তা এখন অনেক বদলে গিয়েছে। মাঝের এই তিন মাসে আমাদের সঙ্গে এসব শর্ত নিয়ে কোনও কথাবার্তাই হয়নি। এখন ওরা শর্ত বদল করছেন। গোটা ঘটনায় আমরা অত্যন্ত হতাশ।”

ইনভেস্টরের তরফে অভিযোগ, আগের আর এখনকার দাবির মধ্যে বিস্তর ফাঁক। ক্ষুব্ধ আদিত্য বলেন, “ক্লাবের বিপুল সমর্থক, ঐতিহ্যর কথা চিন্তাভাবনা করেই এসেছিলাম। কিন্ত দেখলাম ক্লাব কর্তাদের চিন্তাভাবনা অন্যধরনের। অন্য জিনিসের প্রতি খিদেই ওদের বেশি। তাই কী আর করা যাবে। সরে যাওয়টাই ঠিক বলে মনে হয়েছে আমাদের।”
আই লিগের মূলপর্বে উঠে সমর্থকদের স্বপ্ন দেখিয়েছিল মহামেডান। আই লিগের জন্য বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে এনেছে। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে বেসুরে বাজছে মহামেডান।ফুটবল কর্তারা এখন কী করেন সেটাই দেখার।

[আরও পড়ুন: স্বাভাবিক পালস রেট এবং রক্তচাপ, রাতে ঘুম হয়েছে নির্বিঘ্নে, দ্রুত সুস্থতার পথে সৌরভ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement