সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিলামের শেষ মুহূর্তে ক্রিস গেইলকে দলে নিয়ে আইপিএলটা বাঁচিয়ে দিয়েছিলেন বীরেন্দ্র শেহবাগ। বীরুর দূরদর্শিতার প্রশংসা করে এ কথাই গর্বের সঙ্গে বলেছিলেন চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা ক্যারিবিয়ান তারকা গেইল। কিন্তু এবার সেই শেহবাগই হয়তো পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়াতে চলেছেন। দলের মালকিন প্রীতি জিন্টার সঙ্গে শেহবাগের বচসা প্রকাশ্যে আসার পর এমন খবরই শোনা যাচ্ছে।
[অবিশ্বাস্য সেঞ্চুরি করেও কোটলায় ট্র্যাজিক নায়ক ঋষভ]
গত দশটি মরশুমে একবারও ট্রফির মুখ দেখেনি প্রীতির দল। তবে এবার দল যেভাবে এগিয়ে চলেছে, তাতে চ্যাম্পিয়ন হিসেবে অনেকেই পাঞ্জাবের উপর বাজি ধরছেন। আপাতত লিগ তালিকার তিন নম্বরে থাকা দলটি প্লে-অফের টিকিট কার্যত পাকা করে ফেলেছে। বাকি চারটির মধ্যে দু’টি ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে। কিন্তু এমন অবস্থাতেও খুশি নন প্রীতি। গত ম্যাচে রাজস্থানের কাছে হারের পরই নাকি দলের মেন্টর বীরুর উপর বেজায় চটে যান বলিউড অভিনেত্রী। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাঞ্জাব শিবিরের পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে এই মরশুম শেষে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিতে পারেন শেহবাগ।
[লোকেশ রাহুলের ব্যাটিংয়ে মজেছেন পাক সঞ্চালিকা, কী টুইট করলেন তন্বী?]
গত ম্যাচে রাজস্থানের কাছে হারের পর ক্রিকেটাররা ডাগ-আউটে পৌঁছানোর আগেই শেহবাগের কাছে যান প্রীতি। সেই ম্যাচে করুণ নায়ার, মনোজ তিওয়ারির মতো ব্যাটসম্যান থাকতেও অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন তিন নম্বরে ব্যাট করতে নামেন। শূন্য রানেই ফিরতে হয় তাঁকে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মেন্টর হিসেবে শেহবাগ এমন সিদ্ধান্ত কেন নিয়েছিলেন, তা তাঁর থেকে জানতে চান প্রীতি। শেহবাগ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও প্রীতি তাতে সন্তুষ্ট হননি। তারপরই দু’জনের মধ্যে বাদানুবাদ শুরু হয় বলে খবর। আর তারপরই জোরাল হচ্ছে শেহবাগের দল ছাড়ার সিদ্ধান্তের জল্পনা। যদিও এ নিয়ে সংবাদমাধ্যমকে কিছু জানাননি প্রাক্তন ভারতীয় ওপেনার। তবে পাঞ্জাব সমর্থকদের চিন্তা একটাই। টুর্নামেন্টের এমন গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে দলের ভিতরের কোন্দল যেন বাইশ গজে না প্রভাব ফেলে।
The post প্রীতির সঙ্গে বচসার জের, কিংস ইলেভেন পাঞ্জাব ছাড়ার পথে শেহবাগ! appeared first on Sangbad Pratidin.