shono
Advertisement

Breaking News

ব্যাটসম্যান-বোলার-অলরাউন্ডার কিনে ঘর গোছাল কেকেআর, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

সবচেয়ে দামী বিদেশি খেলবেন কলকাতার জার্সি গায়ে। The post ব্যাটসম্যান-বোলার-অলরাউন্ডার কিনে ঘর গোছাল কেকেআর, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:35 PM Dec 19, 2019Updated: 12:42 PM Dec 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিলামের শেষে চওড়া হাসি কলকাতা নাইট রাইডার্সের নয়া কোচ ব্রেন্ডন ম্যাকালামের মুখে। ব্যাটসম্যান থেকে পেসার এবং অলরাউন্ডার- প্রয়োজন মতো সকলকেই কিনে ফেলেছে দল। ম্যাকালামের হাসিই বলে দিচ্ছে, আসন্ন আইপিএলে কোমর বেঁধেই নামতে চলেছে কেকেআর।

Advertisement

এবার সবচেয়ে বেশি দামের বিদেশি তারকা প্যাট কামিন্স খেলবেন কিং খানের দলের জার্সি গায়ে চাপিয়েই। ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় তাঁকে কিনে নেয় দল। তাঁর ন্যূনতম মূল্য ছিল ২ কোটি। একটুর জন্য যুবরাজ সিংয়ের মাইলস্টোন স্পর্শ করতে পারলেন না তিনি। ২০১৫ সালে দিল্লি যুবিকে কিনেছিলেন ১৬ কোটি টাকায়। আইপিএলের ইতিহাসে যুবিই সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছিলেন। মজার বিষয় হল কামিন্সকে পেতে প্রথমে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল আরসিবি এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে। আচমকাই ঢুকে পড়ে কেকেআর। আর শেষমেশ অজি পেসারকে বিরাট অঙ্কে দিয়ে ঘরে তোলে কলকাতার দলই।

[আরও পড়ুন: দু’চোখে স্বপ্ন নিয়ে একদিন ফুচকা বেচতে হয়েছে, আইপিএলের দৌলতে আজ কোটিপতি যশস্বী]

বিশ্বকাপজয়ী ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানকে কিনতেও ভাল অর্থ খরচ করতে হল দুবারের চ্যাম্পিয়ন কেকেআরকে। ৫.২৫ কোটি টাকায় বিক্রি হলেন তিনি। ইংল্যান্ডের আরেক ব্যাটসম্যান টম ব্যান্টনকে পাওয়া গেল এক কোটি টাকায়। তবে ঘরোয়া ক্রিকেটের চেনা মুখগুলিকে কিনতে খুব বেশি খরচ করতে হয়নি কেকেআরকে। অলরাউন্ডার হিসেবে দলে জায়গা করে নিলেন রাহুল ত্রিপাঠী। বিক্রি হলেন ৬০ লক্ষ টাকায়। একনজরে দেখে নিন এদিন প্রথমবার কলকাতায় বসা নিলামে কাদের কত মূল্যে কিনল কলকাতা।

কলকাতা নাইট রাইডার্স
ইয়ন মর্গ্যান ৫.২৫ কোটি
প্যাট কামিন্স ১৫.৫০ কোটি
রাহুল ত্রিপাঠী ৬০ লক্ষ
বরুণ চক্রবর্তী ৪ কোটি
এম সিদ্ধার্থ ২০ লক্ষ
টম ব্যান্টন ১ কোটি
প্রবীণ তাম্বে ২০ লক্ষ
নিখিল নায়েক ২০ লক্ষ

[আরও পড়ুন: আইপিএল নিলাম: বিরাট অঙ্কে বিক্রি হলেন এই ৬ তারকা]

The post ব্যাটসম্যান-বোলার-অলরাউন্ডার কিনে ঘর গোছাল কেকেআর, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement