রণবীর সিংয়ের নাচ, রহমানের 'জয় হো' গানে মাতোয়ারা আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান, দেখুন ছবি
বিশেষ সম্মান পেল ভারতীয় ক্রিকেট।
Tap to expand
ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর সঞ্চালনায় শুরু হল ২০২২ আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস।
Tap to expand
অনবদ্য পারফরম্যান্সে সমাপ্তি অনুষ্ঠান জমিয়ে দিলেন রণবীর সিং।
Tap to expand
গিনেস বুক অফ ওয়ার্লড রেকর্ডসের বিশেষ সম্মান পেল ভারতীয় ক্রিকেট। সবচেয়ে বড় ক্রিকেট জার্সি তৈরি করে সাজিয়ে দেওয়া হয়েছিল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। গিনেস বুকের প্রতিনিধির তরফে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহর হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট।
Tap to expand
তাঁর কম্পোজ করা জনপ্রিয় সব গান গেয়ে স্টেডিয়াম মাতিয়ে দিলেন এ আর রহমান।
Tap to expand
দর্শকাসনে ছিলেন অক্ষয় কুমার। স্টেডিয়ামের দর্শকদের দিকে তাকিয়ে হাত নাড়লেন তিনি।
Tap to expand
এ আর রহমানের গানের সুরে মেতে উঠলেন রণবীর সিং নিজেও। স্টেজে উঠে অস্কারজয়ী সংগীত পরিচালকের সামনে মাটিতে বসে পড়েন তিনি। তখন রহমান 'জয় হো' গান ধরেছেন।
Tap to expand
ভারতীয় পোশাকে সেজে উঠেছেন ধারাভাষ্যকাররা। রবি শাস্ত্রী, সুনীল গাভাসকরের মতো প্রাক্তন ক্রিকেটাররা ছিলেন। একই সঙ্গে ছিলেন গ্রেম স্মিথ, ম্যাথু হেডেনের মতো প্রাক্তন বিদেশি তারকারাও।
Published By: Tiyasha SarkarPosted: 08:42 PM May 29, 2022Updated: 08:42 PM May 29, 2022
বিশেষ সম্মান পেল ভারতীয় ক্রিকেট।