shono
Advertisement

Breaking News

IPL 2022: বড় জয় বিরাটদের, সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে মধুর প্রতিশোধ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের

খাতা না খুলেই আউট হন দু' দলের দুই তারকা কোহলি ও উইলিয়ামসন।
Posted: 07:25 PM May 08, 2022Updated: 07:33 PM May 08, 2022

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৯২-৩ (ডু’ প্লেসিস-৭৩*, রজত পাতিদার-৪৮)
সানরাইজার্স হায়দরাবাদ: ১২৫ (রাহুল ৫৮, হাসারাঙ্গা ১৮-৫)
আরসিবি ৬৭ রানে জয়ী।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে আগের সাক্ষাতে মাত্র ৬৮ রানে অল আউট হয়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। সানরাইজার্স সেই ম্যাচ জিতে নিয়েছিল খুব সহজেই। রবিবার সেই হারের মধুর প্রতিশোধ নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিন ৬৭ রানে সানরাইজার্স হায়দরাবাদকে বিধ্বস্ত করল আরসিবি। রবিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্গালোর। শুরুতেই বিপর্যয় নামে তাদের ইনিংসে। 

বারবার তিনবার। আবারও ‘গোল্ডেন ডাক’ করলেন বিরাট কোহলি। অর্থাৎ প্রথম বলেই আউট হলেন। ব্যর্থতা কিছুতেই পিছু ছাড়ছে না বিরাটের (Virat Kohli)। রবিবার প্রথম বলেই আউট হয়ে দলের উপরে চাপ বাড়ালেন কোহলি। বিরাট ফেরার পরে ইনিংস গোছানোর কাজ শুরু করেন ফ্যাফ ডু’ প্লেসিস ও রজত পাতিদার। দু’ জনে মিলে ১০৫ রান জোড়েন। কোহলিকে ফিরিয়ে দিয়েছিলেন সুচিত। রজতও তাঁরই শিকার।

[আরও পড়ুন: ফের এক বলে শূন্য! ১৪ বছরের ব্যর্থতার নজির এক মরশুমেই ছুঁলেন বিরাট]

তিনি ডাগ আউটে ফিরলেও আরসিবি অধিনায়ক ডু’ প্লেসিস ও গ্লেন ম্যাক্সওয়েল লড়াই চালিয়ে যান। দু’ জনে মিলে ৫৪ রানের পার্টনারিশপ গড়েন। গ্লেন ম্যাক্সওয়েল ২৪ বলে ৩৩ রান করেন। এবারের টুর্নামেন্টে দেখা যাচ্ছে শেষের দিকে দীনেশ কার্তিক ব্যাট হাতে ঝড় তুলছেন। এদিনও তার ব্যতিক্রম নয়। মাত্র ৮ বলে ৩০ রান করেন কার্তিক। চারটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। শেষের দিকে কার্তিক-ঝড়ের জন্যই আরসিবি ১৯২ রান করে। 

দুঃস্বপ্নের আইপিএল চলছে কোহলি ও কেন উইলিয়ামসনের। এদিন  কোহলির মতোই উইলিয়ামসনও খাতা না খুলেই আউট হন। আরেক ওপেনার অভিষেক শর্মা ম্যাক্সওয়েলের বলে বোল্ড হন। দ্রুত ২ উইকেট চলে যাওয়ায় চাপ অনুভব করতে শুরু করে সানরাইজার্স হায়দরাবাদ। রাহুল ত্রিপাঠী ও মার্করাম ৪৯ রান জোড়েন। হাসারাঙ্গার বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন মার্করাম (২১)। নিকোলাস পুরান মারকুটে ব্যাটসম্যান। কিন্তু এদিন বেশিক্ষণ টেকেননি। মাত্র ১৯ রান করে ডাগ আউটে ফেরেন তিনি। ৮৯ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছে সানরাইজার্স হায়দরাবাদ। জগদীশা সুচিথ (২) এলেন আর গেলেন। লড়ছিলেন কেবল রাহুল ত্রিপাঠী। ব্যক্তিগত ৫৮ রানে আউট হন তিনি। তার আগেই অবশ্য দেওয়াল লিখন পড়ে ফেলেছিল সানরাইজার্স। শেষমেশ হায়দরাবাদের ইনিংস শেষ হয়ে যায় ১২৫ রানে। 

[আরও পড়ুন: সমকামী সম্পর্ক থেকে মুক্তি পেতে ‘খুন’? বারাকপুরে বান্ধবীর বাড়িতেই উদ্ধার তরুণীর দগ্ধ দেহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার