shono
Advertisement

শেষবেলায় চমক নাইটদের, লিটন দাসের বদলে দু’বারের বিশ্বজয়ীকে দলে নিল KKR

২৮ এপ্রিল ব্যক্তিগত কারণে কেকেআর শিবির ছাড়েন লিটন দাস।
Posted: 09:51 AM May 04, 2023Updated: 09:51 AM May 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯টা ম্যাচ শেষ। ১০ নম্বর ম্যাচ বৃহস্পতিবারই। প্লে-অফে খেলার অঙ্ক অসম্ভব কঠিন। তবু যেন হাল ছাড়তে নারাজ কলকাতা নাইট রাইডার্স (KKR)। মরশুমের শেষ কয়েকটি ম্যাচের জন্য নতুন ক্রিকেটার সই করাল নাইটরা। লিটন দাসের বদলে নাইট শিবিরে এলেন ওয়েস্ট ইন্ডিজের দু’বারের বিশ্বজয়ী দলের সদস্য জনসন চার্লস।

Advertisement

গত ২৮ এপ্রিল ব্যক্তিগত কারণে কেকেআর শিবির ছাড়েন লিটন দাস। এবারের আইপিএলে একটি মাত্র ম্যাচ খেলেছেন লিটন। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে ব্যাট হাতেও রান পাননি এই ওপেনার। মাত্র চার রান করেন সেই ম্যাচে। আবার উইকেট কিপিং করার সময়েও মারাত্মক ভুল করেন। দুটো স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে প্রবল ট্রোলিং হয়। দিল্লি ক্যাপিটালস ম্যাচের পরে আর কোনও ম্যাচে লিটন দাসকে (Litton Das) প্রথম একাদশে রাখেনি কলকাতা নাইট রাইডার্স।

[আরও পড়ুন: জি-২০ সম্মেলনে জেহাদের ছায়া, কাশ্মীরে খতম ২ লস্কর জঙ্গি]

লিটন বাংলাদেশে ফেরার পরই তাঁর পরিবর্ত খোঁজা শুরু হয়ে যায়। শেষমেশ ওয়েস্ট ইন্ডিজের বিশ্বজয়ী দলের সদস্যকে সই করাল KKR। জনসন চার্লস উইকেট কিপার এবং বিস্ফোরক ওপেনিং ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ৯৭১ রান। ২০১২ এবং ২০১৬ টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন চার্লস। এ ছাড়াও তিনি খেলেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। সব মিলিয়ে ২২৪ ম্যাচে তাঁর সংগ্রহ ৫ হাজার ৬০০ রান। লিটনের মতোই ৫০ লক্ষ টাকাতেই কেকেআরে খেলবেন চার্লস।

[আরও পড়ুন: মালদহ যাওয়ার পথে বোলপুরে জনসংযোগ, ‘প্রতীচী’র সামনে দলীয় কর্মীদের ধরনার নির্দেশ মমতার]

আন্দ্রে রাসেল, সুনীল নারিনের পর চার্লস কেকেআরের তৃতীয় ক্যারিবিয়ান তারকা। হায়দরাবাদ ম্যাচের আগেই চার্লসকে সই করানোর কথা ঘোষণা করেছে নাইটরা। তবে আজকের ম্যাচে ক্যারিবিয়ান তারকাকে পাওয়া যাবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, চার্লসকে মূলত গুরবাজ এবং রয়ের ব্যাকআপ হিসাবেই সই করানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement