shono
Advertisement

শ্রেয়সের বদলে নতুন ক্রিকেটার নিল KKR, রাসেলের চোট নিয়েও মিলল আপডেট

ট্রায়ালে ডাক পেলেও নাইটদের মূল দলে ডাক পেলেন না বাংলার সুদীপ ঘরামি।
Posted: 04:50 PM Apr 15, 2023Updated: 04:52 PM Apr 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নববর্ষের প্রাক্কালে বেশ বিমর্ষ হয়েই মাঠ ছাড়তে হয়েছিল কেকেআর (KKR) সমর্থকদের। একে তো সানরাইজার্স হায়দরবাদের কাছে ঘরের মাঠে হার। তার উপর আন্দ্রে রাসেল যেভাবে মাঠে খোঁড়াচ্ছিলেন, সেটাই চিন্তা আরও বাড়িয়ে দিচ্ছিল। তবে নতুন বছরের প্রথম দিনই জোড়া সুখবর পেয়ে গেলেন নাইট ভক্তরা।

Advertisement

সানরাইজার্সের বিরুদ্ধে যেদিন কেকেআর হারল, সেদিনই নতুন ক্রিকেটারকে সই করাল নাইট শিবির। কেকেআরে সই করলেন গুজরাটের ২০ বছর বয়সি ব্যাটার আর্য দেশাই। গুজরাটের এই ব্যাটার ঘরোয়া ক্রিকেটেও একেবারে আনকোরা মুখ। এ পর্যন্ত মাত্র ৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। তবে আর্যকে কার বদলে সই করানো হল, সেটা স্পষ্ট নয়। যদিও শোনা যাচ্ছে শ্রেয়স আইয়ারের পরিবর্ত হিসাবে তাঁকে নেওয়া হয়েছে।

[আরও পড়ুন: একদিনে দেশে করোনায় মৃত্যু ২৭ জনের, উদ্বেগ বাড়িয়ে অ্যাকটিভ কেস ছাড়াল ৫০ হাজার!]

শ্রেয়স আইয়ারের (Shreyash Iyer) পরিবর্ত হিসাবে একসময় বাংলার ক্রিকেটের সুদীপ ঘরামির নাম শোনা যাচ্ছিল। তাঁকে ট্রায়ালেও ডেকেছিল নাইট ম্যানেজমেন্ট। শোনা যায়, সুদীপকে নাকি পছন্দ হয়েছিল কেকেআর ম্যানেজমেন্টের। বাংলার তারকাকে অপেক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু শেষমেশ তাঁকে না নিয়ে গুজরাটের আনকোরা গুজরাটিকে সই করাল নাইটরা।

[আরও পড়ুন: বাংলার দলীয় সংগঠনের রিপোর্টে অখুশি, শুভেন্দুকে কড়া বার্তা শাহের]

এদিক রাসেল নিয়েও অনেকটা আশ্বস্ত করেছে কেকেআর শিবির। অধিনায়ক নীতীশ রানা (Nitish Rana) জানিয়েছেন, রাসেলের কোনও চোট-আঘাত জনিত সমস‌্যা নেই। ম‌্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে রানা বলেন, ‘‘রাসেল নিয়ে চিন্তার কিছু নেই। বিয়াল্লিশ ডিগ্রি তাপামাত্রা এখানে। গরমে ক্র‌্যাম্প হয়েছিল। এর সঙ্গে ইনজুরির কোনও সম্পর্ক নেই। পর্যাপ্ত পরিমাণ জল খেলেই এটা ঠিক হয়ে যাবে।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement