সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও দলের আবর্জনা, কোনও দলের সম্পদ। যশ দয়াল (Yash Dayal) সম্পর্কে এহেন মন্তব্য করে বিতর্কে জড়ালেন দেশের প্রাক্তন ক্রিকেটার মুরলী কার্তিক (Murali Kartik)। এবারের আইপিএল (IPL 2024) সদ্য শুরু হয়েছে। আর শুরু হতেই ধারাভাষ্যকাররা বিতর্কে জড়াচ্ছেন।
কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ চলাকালীন অশালীন ধারাভাষ্য দেওয়ার অভিযোগে দারুণ সমালোচিত হয়েছেন ভোজপুরী ধারাভাষ্যকাররা। কেউ বলেছেন, আইপিএল থেকে বহিষ্কার করা হোক।
[আরও পড়ুন: কেকেআরের লড়াইয়ের দিন খেলা নয়! ঘোষিত মোহনবাগান ম্যাচের নতুন দিনক্ষণ]
এবার মুরলী কার্তিক সেই একই বিতর্কে জড়িয়ে পড়লেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংস ম্যাচ চলাকালীন মুরলী কার্তিক বলে ফেলেন, কোনও দলের আবর্জনা, কোনও দলের সম্পদ। এই যশ দয়ালের বলেই পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন রিঙ্কু সিং। সেই যশ দয়ালকে নিলামে পাঁচ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
মুরলী কার্তিকের এহেন মন্তব্য ভালো ভাবে গ্রহণ করেননি সোশাল মিডিয়ার ভক্তরা। কমেডিয়ান এবং টেলিভিশন সঞ্চালক দানিশ সেইত প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের এহেন মন্তব্যকে ভালো ভাবে নেননি।
প্রতিবাদ জানিয়ে তিনি এক্স হ্যান্ডলে টুইট করেছেন, ”আপনি কীভাবে বললেন কোনও দলের আবর্জনা, কোনও দলের সম্পদ? যশ দয়ালকে অন এয়ার আপনি আবর্জনা বললেন।” মুরলী কার্তিকের সমালোচনা করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফ্র্যাঞ্চাইজির তরফে যশ দয়ালের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘ও আমাদের সম্পদ। ব্যাপারটা শেষ হোক এখানেই।’