সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের বেসরকারি স্কুলগুলির লাগামছাড়া ফি বৃদ্ধি নিয়ে বহু অভিভাবকের ক্ষোভের অন্ত নেই। ফি-তে লাগাম টানতে উদ্যোগী রাজ্য সরকার। আগামী সপ্তাহেই বিল আনতে চলেছে রাজ্য সরকার। তারই মাঝে সল্টলেকের আইইএম পাবলিক স্কুলে ফি নিয়ে চরম উত্তেজনা। অভিভাবকদের দাবি, একধাক্কায় ৬২ শতাংশ ফি বেড়েছে ওই স্কুলে। প্রতিবাদে সরব হওয়ায় পালটা প্রিন্সিপাল প্রচ্ছন্ন হুমকি দেন বলেও অভিযোগ।

বেসরকারি স্কুলগুলিতে প্রতি বছরই ফি বৃদ্ধি হয়। তবে নিয়মানুযায়ী, ১০ শতাংশ হারে ফি বৃদ্ধির কথা। তবে অভিভাবকদের দাবি, ওই স্কুলে প্রথম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের ফি একধাক্কায় ৬২ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে। ওই নোটিস পেয়ে তাজ্জব হয়ে যান অভিভাবকরা। বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে যান তাঁরা। কোন খাতে বিপুল ফি বৃদ্ধি, তা স্কুল কর্তৃপক্ষের কাছে জানতে চান অভিভাবকরা। তাঁদের দাবি, সে বিষয়ে স্কুলের তরফে কিছু জানানো হয়নি।
পরিবর্তে স্কুলের প্রিন্সিপাল অভিভাবকদের প্রচ্ছন্ন হুমকি দেন। তাঁর বক্তব্য, এই স্কুলে পড়াতে চাইলে ৬২ শতাংশ বর্ধিত হারে ফি জমা দিতে হবে। এছাড়া তিনি নাকি জানান, বাচ্চাদের ভবিষ্যৎ তাঁদের হাতে। তাই তাদের কথা ভেবে কিছু না বলাই শ্রেয়। বলে রাখা ভালো, সম্প্রতি কলকাতা হাই কোর্ট ফি বৃদ্ধি নিয়ে উষ্মাপ্রকাশ করেন। আবার রাজ্য সরকারও ফি-তে লাগাম টানতে বিল আনছে। তার মাঝে প্রিন্সিপালের এই বক্তব্যের মাঝে অভিভাবকদের প্রত্যক্ষ হুমকির সুরই রয়েছে। যাতে রীতিমতো বিরক্ত অভিভাবকরা।