সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজের যুদ্ধে তাঁর অফ স্পিনের দাপট সবাই দেখেছে। দলের প্রয়োজনে ব্যাট হাতেও বড় ভূমিকা নিয়েছেন। তিনি এক ও অদ্বিতীয় রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। এহেন টিম ইন্ডিয়ার (Team India) অফ স্পিনার এবার ভবিষ্যদ্বাণীও করে ফেললেন। ১৯ ডিসেম্বর দুবাইয়ে বসবে আইপিএলের মিনি নিলামের (IPL Auction 2024) আসর। কোন দল কোন তারকা ক্রিকেটারকে কিনবে সেটা নিয়ে আগ্রহ তুঙ্গে। এর আগে অশ্বিন নিজের ইউ টিউব চ্যানেলে ভবিষ্যদ্বাণী করে বসলেন। তাঁর দাবি নিলাম মঞ্চে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার (Australia) দুই ক্রিকেটার প্যাট কামিন্স (Pat Cummins) ও মিচেল স্টার্কের (Mitchell Starc) সর্বোচ্চ দাম উঠবে। তামিলনাড়ুর মারকুটে ব্যাটার শাহরুখ খানকে (Shah Rukh Khan) নিয়ে এবারের নিলাম মঞ্চে উঠবে ঝড়।
অশ্বিনের আরও দাবি শট মারতে পারার দক্ষতার নিরিখে ব্যাটারদের দাম উঠতে পারে। তাঁর মতে ১৪ কোটি কিংবা এর বেশি টাকা সেই ব্যাটারই পাবেন, যিনি মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) মতো মুহূর্তের মধ্যে খেলা ঘুরিয়ে দিতে পারেন। মারতে পারেন হেলিকপ্টার শট। স্লগ ওভারে যে ব্যাটাররা দ্রুত রান তুলতে ওস্তাদ, তাঁরা ১০ থেকে ১৪ কোটি টাকা পেতে পারেন। পুল শট যাঁরা ভাল মারতে পারেন, তাঁদের ৭ থেকে ১০ কোটি টাকার মধ্যে কেনা হতে পারে। অশ্বিনের আরও দাবি যে ব্যাটাররা দ্রুত রান তুলতে সিদ্ধহস্ত তাঁদের ঝুলিতে ঢুকতে পারে ৪ থেকে ৭ কোটি টাকা। আর যে ব্যাটারদের ডিফেন্স মজবুত, তাঁরা ২ থেকে ৪ কোটি টাকা পেতে পারেন।
[আরও পড়ুন: কেরিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নিয়েই গড়লেন ইতিহাস! কী বললেন ম্যাচের সেরা অর্শদীপ?]
কামিন্স এবং স্টার্ক এবারের নিলামে সব থেকে বেশি দামে বিক্রি হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন অশ্বিন। তাঁর মতে অস্ট্রেলিয়ার এই দুই ক্রিকেটারের দাম উঠতে পারে ১৪ কোটি টাকার বেশি। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরাঙ্গা ১০ থেকে ১৪ কোটি টাকার মধ্যে বিক্রি হতে পারেন বলে মনে করছেন তিনি।
তবে শুধু বিদেশি নয়, ভারতীয় ক্রিকেটারদের হয়েও কথা বলেছেন এই অভিজ্ঞ অফ স্পিনার। হর্ষল প্যাটেল ৭ থেকে ১০ কোটি টাকা দাম পেতে পারেন। উমেশ যাদবের ঝুলিতে আসতে পারে ৪ থেকে ৭ কোটি টাকা। এমনকি তাঁর আরও মত, তামিলনাড়ুর মারকুটে ব্যাটার শাহরুখ খানকে নিয়ে এবারের নিলাম মঞ্চে ঝড় উঠবে। তাঁর দাম ১০ থেকে ১৪ কোটি টাকার মধ্যে থাকবে বলে মনে করছেন তিনি।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েলের দাম থাকবে ৪ কোটি থেকে ৭ কোটির মধ্যে। যদিও তিনি বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রাভিস হেডকে নিয়ে খুব আশাবাদী নন। মেগা ফাইনালে শতরান করা ব্যাটারের দাম ২ থেকে ৪ কোটির মধ্যে থাকবে বলে মনে করেন অশ্বিন। এদিকে তাঁর আরও দাবি কাপযুদ্ধে দারুণ পারফরম্যান্স করা রাচীন রবীন্দ্র বেশি টাকা পাবেন না। ৪ থেকে ৭ কোটি টাকার মধ্যে এই অলরাউন্ডার বিক্রি হতে পারেন।