সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ছিলেন ভারতীয় ক্রিকেটের 'ওয়াল'। নিয়মশৃঙ্খলা বা দায়বদ্ধতার যেন মূর্তমান প্রতীক। রাজস্থানের কোচ হিসেবে তার নতুন নমুনা পেশ করলেন রাহুল দ্রাবিড়। হুইলচেয়ারে করেই হাজির করলেন প্র্যাকটিসে।

কিছুদিন আগে পায়ে গুরুতর চোট লাগে তাঁর। এখনও পুরোপুরি সুস্থ হননি। পায়ে বিশেষ ধরনের প্লাস্টার করা। কদিন আগে ক্রাচ নিয়ে অনুশীলনে উপস্থিত হয়েছিলেন। তাতে তো মাঠের সব জায়গায় ঘুরে দেখা যায় না, প্র্যাকটিসে কী চলছে। তাই এবার বৈদ্যুতিন হুইলচেয়ারের বন্দোবস্ত। তাতে করে রাজস্থানের অনুশীলনে হাজির দ্রাবিড়।
ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন রাহুল দ্রাবিড়। আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে ফিরছেন তিনি। আইপিএলের প্রথম মরশুমের পর আর ট্রফি জেতেনি রাজস্থান। দ্রাবিড়ের হাত ধরে কি সেই ট্রফি ঢুকবে সঞ্জু স্যামসনদের ঘরে? আশায় বুক বাঁধছেন ভক্তরা। বিশেষ করে তাঁর দায়বদ্ধতা যেন আরও বেশি স্বপ্ন দেখাচ্ছে।
ইতিমধ্যে আঙুলের চোট সারিয়ে প্র্যাকটিসে যোগ দিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। গত মাসে তাঁর আঙুলে অস্ত্রোপচার হয়েছিল। বেঙ্গালুরুতে সঞ্জর রিহ্যাব চলছিল। যাবতীয় সমস্যা কাটিয়ে ফের প্র্যাকটিসে ফিরলেন তিনি। রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে তাঁর অনুশীলনে যোগ দেওয়ার কথা জানানো হয়েছে। আসন্ন আইপিএলে রাজস্থান তাদের প্রথম ম্যাচ খেলবে ২৩ মার্চ।