shono
Advertisement

Breaking News

David Warner

'রবিনহুড' মুক্তি পেতেই ভাইরাল 'ডেভিড ভাই', আড়াই মিনিটের জন্য কত কোটি নিলেন ওয়ার্নার?

আইপিএল মরশুমেই সিনেদুনিয়ায় অভিষেক ঘটিয়েছেন ডেভিড ওয়ার্নার।
Published By: Prasenjit DuttaPosted: 08:40 PM Mar 28, 2025Updated: 08:51 PM Mar 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাট হাতে ছক্কা হাঁকাতে তিনি সিদ্ধহস্ত। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ২৬টি সেঞ্চুরির মালিকও তিনি। আইপিএলেও তিনি বেশ সফল। এবার তিনি কোটিপতি ফ্র্যাঞ্চাইজি লিগে নেই। তবে, আইপিএল মরশুমেই সিনেদুনিয়ায় অভিষেক ঘটিয়েছেন ডেভিড ওয়ার্নার।

Advertisement

২৮ মার্চ, শুক্রবার বড়পর্দায় মুক্তি পেয়েছে তেলেগু ছবি 'রবিনহুড'। তাতে রয়েছেন কিংবদন্তি অজি তারকা ডেভিড ওয়ার্নার। এখন তো তাঁকে নিয়ে নেটপাড়ায় বেশ হইচই। কারণ তাঁর একটি দৃশ্য ভাইরাল। এই ছবিতে ওয়ার্নারকে 'ডেভিড ভাই' বলে ডাকা হয়েছে। যদিও ক্রিকেট মাঠের মতোই তাঁকে বেশ স্বতঃস্ফূর্তই দেখিয়েছে। তাঁর হেলিকপ্টার থেকে নামার দৃশ্য ইতিমধ্যেই অনেকের ফেভারিটের তালিকায় ঢুকে পড়েছে।

ভাইরাল ভিডিও ক্লিপে কী দেখা যাচ্ছে? এক গ্যাংস্টার ডেভিড ওয়ার্নারকে 'ডেভিড ভাই' বলে ডাকছে। ওয়ার্নারও সেখানে গ্যাংস্টারের ভূমিকায়। তখনই তাঁকে বেশ স্টাইলিশ লুকে দেখা গিয়েছে। তাঁর হেলিকপ্টারে এন্ট্রির দৃশ্যও এখানেই। তবে, ওয়ার্নার হাতে ললিপপ নিয়ে হেলিকপ্টার থেকে নেমেছিলেন। যা ইতিমধ্যেই ভাইরাল।

জানা গিয়েছে, 'রবিনহুড' সিনেমায় মাত্র আড়াই মিনিটের একটি চরিত্রের জন্য ওয়ার্নার নিয়েছেন প্রায় আড়াই কোটি টাকা। এভাবেই তিনি হয়ে উঠেছেন ক্যামিও। উল্লেখ্য, আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের অন্যতম ডেভিড ওয়ার্নার। ১৮৪টি ম্যাচে তাঁর রান ৬,৫৬৫। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত মেগা নিলামে কোনও দলই তাঁকে কেনেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের অন্যতম ডেভিড ওয়ার্নার।
  • ১৮৪টি ম্যাচে তাঁর রান ৬,৫৬৫।
  • তেলেগু ছবি 'রবিনহুডে' রয়েছেন কিংবদন্তি অজি তারকা ডেভিড ওয়ার্নার।
Advertisement