shono
Advertisement

Breaking News

Shikhar Dhawan

'নাম বলব না', ফের প্রেমের ফাঁদে ধাওয়ান? নিজেই উসকে দিলেন জল্পনা

বিচ্ছেদ যন্ত্রণা কাটিয়ে উঠেছেন, জানালেন 'গব্বর'।
Published By: Arpan DasPosted: 07:59 PM Mar 28, 2025Updated: 07:59 PM Mar 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের ফাঁদ পাতা ভুবনে। ফের কি প্রেমে পড়লেন শিখর ধাওয়ান? বিবাহবিচ্ছেদে পরে কেটে গিয়েছে এক বছরেরও বেশি সময়। এবার কি জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন 'গব্বর'? নিজেই জল্পনা উসকে দিলেন। কিন্তু তাঁর নাম ফাঁস করতে কিছুতেই রাজি নন ধাওয়ান।

Advertisement

অস্ট্রেলিয়া নিবাসী বঙ্গকন্যা আয়েশার সঙ্গে ২০১২ সালে বিয়ে করেন শিখর। তাঁদের একটি পুত্রও আছে। তাছাড়াও বিয়ের পর আয়েশার দুই কন্যাকে দত্তক নেন শিখর। কিন্তু ২০২০ সাল থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। ২০২৩ সালে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয় শিখর-আয়েশার। কিন্তু ছেলের সঙ্গে নিয়মিত দেখাসাক্ষাতের সুযোগ হয় না। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের পরবর্তী প্রেমকাহিনি নিয়ে মুখ খুললেন গব্বর।

সেখানে তিনি জানান, বিচ্ছেদ যন্ত্রণা কাটিয়ে উঠেছেন তিনি। অনভিজ্ঞতার জন্য ভুল সিদ্ধান্ত নিয়ে ভুগেছেন। তবে সেখান থেকে শিখেছেন। খারাপ মুহূর্তের সঙ্গে অনেক ভালো মুহূর্তও কাটিয়েছেন। এবার কি নতুন প্রেমে পড়ার পালা? ধাওয়ানের উত্তর, "আমি তো সব সময় প্রেমেই থাকি।"

কিন্তু কে তিনি? নাম ফাঁস করতে রাজি নন ধাওয়ান। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মজার ছলে বলেন, "সব কথা কি এখানেই বলব নাকি? আমি কিন্তু বাউন্সার ভালোই সামলাতে পারি। কিন্তু আমি নাম বলব না।" তারপরও তাঁকে একই প্রশ্ন করা হলে বলেন, "এই ঘরে যিনি সবচেয়ে সুন্দরী, তিনিই আমার প্রেমিকা।" স্পষ্টতই পুরো বিষয়টাকেই হালকা ছলে নিয়েছেন ধাওয়ান। এমনকী আপাতত বিয়ে করার কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন তিনি। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন আয়ারল্যান্ডের সোফি সাইনের সঙ্গে তাঁকে দেখা যাওয়ায় জল্পনা ছড়িয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অস্ট্রেলিয়া নিবাসী বঙ্গকন্যা আয়েশার সঙ্গে ২০১২ সালে বিয়ে করেন শিখর।
  • সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের পরবর্তী প্রেমকাহিনি নিয়ে মুখ খুললেন গব্বর।
  • অনভিজ্ঞতার জন্য ভুল সিদ্ধান্ত নিয়ে ভুগেছেন। তবে সেখান থেকে শিখেছেন।
Advertisement