shono
Advertisement

Breaking News

IPL 2025 mega auction

আইপিএল নিলামে নাম লেখালেন ১৫৭৪ জন ক্রিকেটার, ২ কোটি বেস প্রাইসে কারা?

মোট ২৩ জন ক্রিকেটার নিজেদের বেস প্রাইস রেখেছেন ২ কোটি টাকা।
Published By: Subhajit MandalPosted: 11:49 AM Nov 06, 2024Updated: 11:49 AM Nov 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের নিলামে আর বাকি সপ্তাহ তিনেক। এরই মধ্যে শেষ ক্রিকেটারদের নাম লেখানোর পর্ব। প্রাথমিক পর্বে মোট ১৫৭৪ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন এই কোটি টাকার টুর্নামেন্টে। বিশ্বের প্রায় সব প্রথম সারির তারকা নাম লিখিয়েছেন আইপিএলে। মহাতারকাদের মধ্যে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস এবার আইপিএলে থাকছেন না। আবার প্রথমবার এই টুর্নামেন্টে খেলার জন্য নাম লিখিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি জেমস অ্যান্ডারসন।

Advertisement

নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জন করে ক্রিকেটার কিনতে পারবে। অর্থাৎ মোট ২৫০ জন ক্রিকেটার দল পাবেন। এর মধ্যে ৪৬ জন ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজিগুলি রিটেন করেছে। অর্থাৎ নিলাম থেকে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটার দল পেতে পারেন। অবশ্য এই ১৫৭৪ জন ক্রিকেটারের সবাই নিলামে ওঠার সুযোগ পাবেন না। প্রাথমিক ঝাড়াই বাছাইয়ের পর ক্রিকেটারদের নিলামে তোলা হবে।

এবারের আইপিএলের মেগা নিলামে মোট ১১৫৬ জন নাম লিখিয়েছেন। এদের মধ্যে ২৩ জন নিজেদের বেস প্রাইস রেখেছেন ২ কোটি টাকা। এই ২৩ জনের মধ্যে সবচেয়ে বড় নাম ঋষভ পন্থ, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার। এঁরা ছাড়াও যারা ২ কোটির বেস প্রাইসে নাম লিখিয়েছেন তাঁরা হলেন, খলিল আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, ভেঙ্কটেশ আইয়ার, আভেশ খান, ঈশান কিষান, মুকেশ কুমার, ভুবনেশ্বর কুমার, প্রসিদ্ধ কৃষ্ণ, টি নটরাজন, ক্রুণাল পাণ্ডিয়া, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, দেবদত্ত পাড়িক্কল এবং মহম্মদ শামি। বিদেশিদের মধ্যে ২ কোটি টাকার বেস প্রাইস রেখেছেন মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, জনি বেয়ারস্টো, জস বাটলার, কাগিসো রাবাডা, হোফ্রা আর্চার, গ্লেন ম্যাক্সওয়েল। ২ কোটি ছাড়াও, দেড় কোটি, এক কোটি ২৫ লক্ষ এবং এক কোটি টাকা বেস প্রাইসে নাম নথিভুক্ত করিয়েছেন বহু তারকা।


উল্লেখ্য, আগামী ২৪ ও ২৫ নভেম্বর আইপিএলের মহানিলাম। তবে রাজধানী রিয়াধ নয়, সৌদির জেড্ডায় হবে আইপিএলের মেগা অকশন। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট চলাকালীনই দল বেছে নেবেন ১০ দলের মালিকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রাথমিক পর্বে গোটা বিশ্বের মোট ১৫৭৪ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন এই কোটি টাকার টুর্নামেন্টে।
  • বিশ্বের প্রায় সব প্রথম সারির তারকা নাম লিখিয়েছেন আইপিএলে।
  • মহাতারকাদের মধ্যে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস এবার আইপিএলে থাকছেন না।
Advertisement