সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেঙ্কটেশ আইয়ারের জন্য ২৩ কোটি ৭৫ লক্ষ। অথচ নীতীশ রানার জন্য একবারও বিড নয়! কেকেআর ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে রেগে আগুন নীতীশ রানার স্ত্রী সাঁচি মারওয়া। নাম না করে সোশাল মিডিয়ায় নাইটদের তুলোধোনা করলেন তিনি।
নিলাম (IPL 2025 Mega Auction) শেষের পরেই সোশ্যাল মিডিয়ায় নীতীশ রানার স্ত্রী সাঁচি একটি পোস্ট করেন। সেই পোস্টে লেখা, 'আনুগত্য খুবই দামি। সকলে এটার মূল্য দিতে পারে না।' এই পোস্ট এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। সাঁচি সরাসরি কারও নাম না করলেও, অনেকেই মনে করছেন তাঁর এই পোস্টটি কেকেআরের উদ্দেশেই করা। শোনা যাচ্ছে, নীতীশ এবং তাঁর স্ত্রী নাকি কেকেআরকে সোশাল মিডিয়ায় আনফলোও করেছেন।
পুরনো নাইটদের ফেরাতে হবে। নিলাম টেবিলে মোটামুটি ধনুকভাঙা পণ করে নেমেছিল কেকেআর। বিশেষ করে যেভাবে প্রথম দিন ভেঙ্কটেশ আইয়ারের জন্য ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা পর্যন্ত গেল নাইটরা, তাতে অনেকেই ধারণা করছিলেন দ্বিতীয় দিন হয়তো দলের প্রাক্তন অধিনায়ক নীতীশ রানার জন্যও ঝাঁপাবে কেকেআর। কিন্তু তেমনটা হয়নি। নীতীশ রানার জন্য বিডই করেনি নাইটরা।
আসলে কয়েকটি মরশুম কেকেআরের হয়ে ভালো খেললেও নীতীশের গত মরশুম ভালো যায়নি। বস্তুত মরশুমের বেশিরভাগ সময় চোটের জন্য বাইরে ছিলেন তিনি। তাঁর জায়গায় এসে অঙ্গকৃষ রঘুবংশী বরং নজরকাড়া পারফরম্যান্স দেখান। সেই অঙ্গকৃষকে কেকেআর দলে নিয়েছে। তাই আর নীতীশের জন্য ঝাঁপাননি বেঙ্কি মাইসোররা। তাছাড়া ভেঙ্কটেশকে ওই বিরাট টাকায় কেনার পর কেকেআরের হাতে টাকাও বেশি ছিল না। আর নীতীশ যে ভালো দামে বিকোবেন, সেটাও কেকেআর জানত। তাই আর তাঁর পিছনে ছোটেনি নাইট শিবির। তাতেই ক্ষুব্ধ নীতীশের স্ত্রী। সোশাল মিডিয়ায় সেই ক্ষোভ উগরেও দিয়েছেন তিনি।