আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ২২ মার্চ থেকে শুরু কোটি টাকার লিগ। মহা নিলামের পর কেমন হল কোন দল? কারা বেশি শক্তিশালী? একনজরে সব ফ্র্যাঞ্চাইজির শক্তি বা দুর্বলতা? আজ রাজস্থান রয়্যালস।

প্রথম আইপিএলের চ্যাম্পিয়ন। কিন্তু তার পর থেকে আর ট্রফি আসেনি পিঙ্ক জার্সিধারীদের ঘরে। পুরনো প্লেয়ারদের ধরে রেখেও এবারের নিলামে নতুন করে ঘর গুছিয়েছে তারা। সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর কোচ রাহুল দ্রাবিড়ও এসেছেন রাজস্থানের ঘরে। চোট সারিয়ে তৈরি অধিনায়ক সঞ্জু স্যামসন। দ্রাবিড়-সঞ্জু জুটিতে কি ১৬ বছর পর আইপিএল (IPL 2025) ট্রফি আসবে তাদের ঘরে?
স্কোয়াড: সঞ্জু স্যামসন (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, সন্দীপ শর্মা, জোফরা আর্চার, মহেশ থিকসানা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয়, নীতীশ রানা, তুষার দেশপাণ্ডে, শুভম দুবে, যুধবীর সিং, ফজলহক ফারুকি, বৈভব সূর্যবংশী, কোয়েনা মাফাকা, কুণাল রাঠোর, অশোক শর্মা।
শক্তি: রাজস্থানের মূল শক্তি তাদের ব্যাটিং। সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগরা অনায়াসে ম্যাচের রং বদলে দিতে পারেন। পাশাপাশি রয়েছেন বিস্ফোরক ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার শিমরন হেটমায়ার। নিলামের আগে মূল প্লেয়ারদের ধরে রেখেছিল রাজস্থান। সেটা তাদের চালিকাশক্তি হতে পারে। স্পিন বিভাগ সামলাবেন হাসারাঙ্গা। তুরুপের তাস হয়ে উঠতে পারেন তিনি। সন্দীপ শর্মার অভিজ্ঞতা ও জোফ্রা আর্চারের গতিও সামলাতে হবে বিপক্ষ দলকে। আর চমক হিসেবে থাকতে পারে আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। তাছাড়া ডাগ আউটে থাকবেন কোচ রাহুল দ্রাবিড়।
দুর্বলতা: সঞ্জু, যশস্বী, হেটমায়ারের উপর অতিরিক্ত নির্ভর ব্যাটিং। রিয়ান পরাগ গতবারের ফর্ম ধরে রাখতে পারেন কিনা সেটা দেখার। নীতীশ রানা, ধ্রুব জুরেলদের ধারাবাহিকতা দেখাতে হবে। চোট সারিয়ে ফেরা সঞ্জুর দিকেও নজর থাকবে। তবে রাজস্থানকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলতে পারে স্পিন বোলিং। সেখানে মূল ভরসা হাসারাঙ্গা। গতবার যেখানে ছিলেন চাহাল, অশ্বিনরা। রিজার্ভ বেঞ্চেও ম্যাচ ঘুরিয়ে দেওয়া ক্রিকেটার নেই। চোট-আঘাতে সেটা বড় সমস্যা হতে পারে।
সম্ভাব্য একাদশ:
সঞ্জু স্যামসন (অধিনায়ক)
যশস্বী জয়সওয়াল
নীতীশ রানা
রিয়ান পরাগ
ধ্রুব জুরেল
শিমরন হেটমায়ার
ওয়ানিন্দু হাসারাঙ্গা
মহেশ থিকসানা
জোফ্রা আর্চার
তুষার দেশপাণ্ডে
সন্দীপ শর্মা
ইমপ্যাক্ট প্লেয়ার: আকাশ মাধওয়াল/ বৈভব সূর্যবংশী
এক্স ফ্যাক্টর: যশস্বী জয়সওয়াল। সাম্প্রতিক সময়ে দুরন্ত ফর্মে আছেন তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে শেষ মুহূর্তে বাদ পড়েছেন। অন্য ফরম্যাট হলেও সেটা বাড়তি তাগিদ দিতে পারে যশস্বীকে। আর নজরে থাকবে হাসারাঙ্গা। সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে আছেন তিনি।
সম্ভাবনা: গতবার প্লে অফ থেকে ছিটকে যায় রাজস্থান। এবার সেই কাজটাও কঠিন হয়ে উঠতে পারে তাদের জন্য। তবে রাহুল দ্রাবিড়ের মগজাস্ত্র মাঠের বাইরে থেকেও ফল বদলে দিতে পারে। সেই ম্যাজিকের দিকেই তাকিয়ে পিঙ্ক বাহিনীর ভক্তরা।