shono
Advertisement

IPL Auction 2024: শেষবেলায় ঝড় তুলল কেকেআর, দেখে নিন কোন দল কিনল কোন তারকাকে?

সবাইকে চমকে দিয়ে নাইট শিবিরে স্টার্ক।
Posted: 01:09 PM Dec 19, 2023Updated: 09:55 PM Dec 19, 2023

বিশ্বকাপ শেষ হতেই আরও একটি ক্রিকেটের মেগা ইভেন্ট। আইপিএলের নিলাম নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। মঙ্গলবার দুবাইয়ে মিনি নিলাম। সবার নজর ছিল মরুশহরের দিকে। কোন দল কতটা শক্তিশালী হল? জেনে নিন। 

Advertisement

রাত ৯:০২ মিনিট – সাকিব হুসেনকে ২০ লাখে নিল কলকাতা। 

রাত ৯টা – ১ কোটি ৫০ লাখ টাকায় মুম্বইতে গেলেন আফগানিস্তানের স্পিনার মহম্মদ নবি। 

সন্ধে ৮:৫২ মিনিট – ইংল্যান্ডের বোলার গাস অ্যাটকিনসনকে ১ কোটি টাকায় নিল কলকাতা। 

সন্ধে ৮:৪৭ মিনিট – আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমানের বেস প্রাইস ছিল ২ কোটি। তবে প্রথমবার তিনি অবিক্রিত থাকলেও, এবার আফগান স্পিনারকে ২ কোটি টাকায় কিনে নিল কেকেআর। 

সন্ধে ৮:৪৫ মিনিট – লকি ফার্গুসনের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। প্রথমবার অবিক্রিত থাকলেও, এবার তাঁকে ২ কোটি টাকায় কিনল আরসিবি। 

সন্ধে ৮:৪৩ মিনিট – রাইলি রুসোর বেস প্রাইস ২ কোটি। দক্ষিণ আফ্রিকার ব্যাটার-উইকেটকিপার প্রথমবার অবিক্রিত থাকলেও, এবার তাঁকে ৮ কোটি টাকায় কিনল পাঞ্জাব। 

সন্ধে ৮:৪১ মিনিট – মনীশ পাণ্ডেকে ৫০ লাখ টাকায় নিল কেকেআর। 

সন্ধে ৮:৩০ মিনিট –  কোন দলের কাছে কত টাকা এবং কটা ক্রিকেটার নেওয়ার জায়গা ফাঁকা রয়েছে? 

পাঞ্জাব – ( ১টি বিদেশি ক্রিকেটারের স্লট) ১২.১৫ কোটি, দিল্লি – (২টি স্লটের জন্য, ১টি দেশি/১টি বিদেশি ক্রিকেটার) ১০.৮৫ কোটি,  গুজরাট – (পুরো দল পূর্ণ ) ৭.৮৫ কোটি, আরসিবি (৩টি স্লটের জন্য, ২টি দেশি, ১টি বিদেশি) ৫.২৫ কোটি, কেকেআর (৬টি স্লটের জন্য, ৪টি দেশি/২টি বিদেশি) ৫.০৫ কোটি, হায়দরাবাদ (পুরো দল পূর্ণ) ৩.২০ কোটি, মুম্বই (২টি স্লটের জন্য, ১টি দেশি/১টি বিদেশি) ২.৭৫ কোটি, চেন্নাই (১টি স্লটের জন্য,১টি দেশি ক্রিকেটার) ১.২ কোটি, লখনউ (১টি স্লটের জন্য/১টি দেশি ক্রিকেটার) ১.১৫ কোটি, রাজস্থান (৫টি স্লটের তার//৪টি দেশি, ১টি বিদেশি) ৯০ লাখ। 

সন্ধে ৮:০৫ মিনিট – ঝাড়খণ্ডের প্রথম আদিবাসী ক্রিকেটার রবিন মিন্স। তাঁর বেস প্রাইস ছিল ২০ লাখ টাকা। এই উইকেটকিপারকে দলে নেওয়ার জন্য মুম্বই ও চেন্নাইয়ের মধ্যে লড়াই চরমে উঠেছিল। ধোনির রাজ্যের এই ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য আসরে নেমে যায় গুজরাট। এমনকি হায়দরবাদও লড়াই শুরু করে দেয়। শেষ পর্যন্ত ৩ কোটি ৬০ লাখ টাকায় গুজরাটে গেলেন এই অখ্যাত ক্রিকেটার। 

সন্ধে ৭:৫৬ মিনিট – সুমিত কুমারের বেস প্রাইস ছিল ২০ লাখ। তাঁকে শেষ পর্যন্ত ১ কোটি টাকায় দলে নিল দিল্লি। 

সন্ধে ৭:৪৫ মিনিট – নুয়ান তুশারার বেস প্রাইস ছিল ৫০ লাখ। তাঁকে কেনার জন্য আসরে নেমেছিল কলকাতা, মুম্বই ও বেঙ্গালুরু। শেষ পর্যন্ত ৪ কোটি ৮০ লাখ টাকায় তাঁকে কিনল মুম্বই। 

সন্ধে ৭:৪১ মিনিট – জাই রিচার্ডসনের বেস প্রাইস ছিল ১ কোটি ৫০ লাখ। তাঁকে দলে নেওয়ার জন্য আরসিবি ও দিল্লির মধ্যে লড়াই চলে। শেষ পর্যন্ত তাঁকে ৫ কোটি টাকায় কিনে নিল ঋষভ পন্থের দিল্লি। 

সন্ধে ৭:৪০ মিনিট – মুস্তাফিজুর রহমানের বেস ব্রাইস ছিল ২ কোটি টাকা। তাঁকে সেই দামেই কিনল চেন্নাই। 

সন্ধে ৭:৩০ মিনিট – বাঁহাতি অজি পেসার স্পেনসার জনসনের বেস প্রাইস ছিল ৫০ লাখ টাকা। তাঁকে দলে নেওয়ার জন্য গুজরাট, দিল্লি ও কলকাতার মধ্যে লড়াই জমে ওঠে। শেষ পর্যন্ত ২৮ বছরের অখ্যাত জনসনকে ১০ কোটি টাকায় কিনল গুজরাট। 

সন্ধে ৭:২৫ মিনিট – ডেভিড উইলির বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাঁকে সেই দামেই কিনে নিল লখনউ। 

সন্ধে ৭:২৩ মিনিট – টম ক্যারেনের বেস প্রাইস ছিল ১ কোটি ৫০ লাখ টাকা। সেই দামেই তাঁকে কিনে নিল আরসিবি। 

সন্ধে ৭:২২ মিনিট – অ্যাস্টন অ্যাগার ১ কোটি টাকার বিনিময়ে লখনউতে গেলেন। 

সন্ধে ৭:২১ মিনিট – শেরফেন রাদারফোর্ডের বেস প্রাইস ছিল ১ কোটি ৫০ লাখ। তাঁকে সেই দামেই দলে নিল কেকেআর। 

সন্ধে ৭:২০ মিনিট – অ্যালান ফিন, কলিন মুনরো অবিক্রিত। 

সন্ধে ৭টা: এই মুহূর্তে কোন দলের কাছে কত টাকা রয়েছে? 

আরসিবি – ৬.৭৫ কোটি, কেকেআর – ৬.৫৫ কোটি, পাঞ্জাব – ১৩.১৫ কোটি, চেন্নাই – ৩.২০ কোটি, দিল্লি – ১৬.৮৫ কোটি, রাজস্থান – ০.৯০ কোটি, মুম্বই – ৭.৯৫ কোটি, হায়দরাবাদ – ৩.৪০ কোটি, লখনউ – ৪.১৫ কোটি, গুজরাট – ২১.৪৫ কোটি

সন্ধে ৬:৩৭ মিনিট – ২০ লাখ টাকায় মুম্বইতে গেলেন শ্রেয়স গোপাল। 

সন্ধে ৬:৩৩ মিনিট – মুরুগন অশ্বিনের বেস প্রাইস ছিল ২০ লাখ টাকা। তবে এই অফ স্পিনার অবিক্রিত রয়ে গেলেন। 

সন্ধে ৬:৩২ মিনিট – এম সিদ্ধার্থের বেস প্রাইস ছিল ২০ লাখ। এই বাঁহাতি স্পিনারকে দলে নেওয়ার জন্য লখনউ ও আরসিবি-র মধ্যে লড়াই চলছিল। তবে শেষ পর্যন্ত ২ কোটি ৪০ লাখ টাকায় ২৫ বছরের ক্রিকেটারকে দলে নিল লখনউ। 

সন্ধে ৬:২৭ মিনিট – কার্তিক ত্যাগির বেস প্রাইস ছিল ২০ লাখ টাকা। তাঁকে ৬০ লাখ টাকায় কিনল গুজরাট। ২০ লাখ টাকায় দিল্লিতে গেলেন রসিক দার। 

সন্ধে ৬:২২ মিনিট – অনূর্ধ্ব-১৯ ভারতের হয়ে খেলা সুশান্ত মিশ্রর বেস প্রাইস ছিল ২০ লাখ টাকা। তবে নিলামে তাঁর দর উঠল ২ কোটি ২০ লাখ। গুজরাটে গেলেন বাঁহাতি পেসার। 

সন্ধে ৬:২০ মিনিট – জস দয়াল গত বছর গুজরাটের হয়ে ভাল পারফরম্যান্স করতে পারেননি। তাঁর বেস প্রাইস ছিল ২০ লাখ টাকা। কিন্তু এবারও সবাইকে চমকে দিয়ে ৫ কোটি টাকায় আরসিবি কিনে নিল। 

সন্ধে ৬:১৬ মিনিট – কুমার কুশাগ্রর বেস প্রাইস ছিল ২০ লাখ টাকা। তবে ঝাড়খণ্ডের এই তরুণ উইকেটকিপারকে চোখ কপালে তুলে দেওয়া ৭ কোটি ২০ লাখ টাকায় কিনেছে সৌরভের দিল্লি। 

বিকেল ৫:৪৬ মিনিট- আনক্যাপড রমনদীপ সিংকে ২০ লাখ টাকায় কিনে নিল কেকেআর।

বিকেল ৫:৩৮ মিনিট- শাহরুখ খানের বেস প্রাইস ছিল ৪০ লাখ। তাঁকে নেওয়ার জন্য প্রথমেই ঝাঁপিয়ে পড়ে পাঞ্জাব। পরে গুজরাট বিড করে। শুরু হয় জোর লড়াই। শেষ পর্যন্ত তামিলনাড়ুর এই মারকুটে বাঁহাতি ব্যাটারকে ৭ কোটি ৪০ লাখ টাকায় কিনে নিল গুজরাট। 

বিকেল ৫:৩৪ মিনিট- আর্শিন কুলকার্নিকে ২০ লাখ টাকায় দলে নিল লখনউ। 

বিকেল ৫:৩২ মিনিট- সরফরাজ খানের বেস প্রাইস ছিল ২০ লাখ। তিনি অবিক্রিত রয়ে গেলেন। সঙ্গে অবিক্রিত রইলেন রাজ অঙ্গদ বাওয়া। 

বিকেল ৫:৩০ মিনিট- অনকৃষ  রঘুবংশীর বেস প্রাইস ছিল ২০ লাখ টাকা। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা এই অলরাউন্ডারকে তাঁর বেস প্রাইসেই দলে নিল কেকেআর। 

বিকেল ৫:২০ মিনিট- সমীর রিজভির বেস প্রাইস ছিল ২০ লাখ টাকা। উত্তর প্রদেশের এই অখ্যাত ব্যাটারকে নিয়ে নিলাম টেবলে ঝড় উঠেছে। তাঁকে দলে নেওয়ার জন্য চেন্নাই ও গুজরাটের মধ্যে লড়াই ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত ৮ কোটি ৪০ লাখ টাকায় তাঁকে দলে নিয়েছে চেন্নাই। 

বিকেল ৫:১৮ মিনিট- রোহন কুন্নুমাল ও সুরভ চৌহান অবিক্রিত। 

বিকেল ৫:১২ মিনিট- শুভম দুবের বেস প্রাইস ছিল ২০ লাখ টাকা। এই অলরাউন্ডারকে দলে নেওয়ার জন্য রাজস্থান ও দিল্লির মধ্যে লড়াই জমেছিল। শেষ পর্যন্ত বিদর্ভের এই অলরাউন্ডারকে ৫ কোটি ৮০ লাখ টাকায় কিনল রাজস্থান। 

বিকেল ৪:২০ মিনিট- চতুর্থ সেটের পর কোন দলের হাতে কত টাকা বাকি রয়েছে?

সিএসকে – ১১.৬ কোটি, দিল্লি – ২৪.৪৫ কোটি, গুজরাট – ৩১.৮৫ কোটি, কেকেআর – ৬.৯৫ কোটি, লখনউ – ৬.৭৫ কোটি, মুম্বই – ৮.১৫ কোটি, পাঞ্জাব – ১৩.১৫ কোটি, রাজস্থান – ৭.১০ কোটি, আরসিবি – ১১.৭৫ কোটি, হায়দরাবাদ – ৩.৬ কোটি। 

বিকেল ৪:০২ মিনিট- আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমানের বেস প্রাইস ছিল ২ কোটি। তবে তিনি অবিক্রিত রয়ে গেলেন। 

দুপুর ৩:৫৮ মিনিট- আফগানিস্তানের ওয়াকার সালামখেলি, দক্ষিণ আফ্রিকার তাবরিজ শামসি, ইংল্যান্ডের আদিল রশিদ ও নিউজিল্যান্ডের ইশ সোধি অবিক্রিত রয়ে গেলেন। 

দুপুর ৩:৫৪ মিনিট- দিলশান মধুশঙ্কার বেস প্রাইস ছিল ৫০ লাখ টাকা। তাঁকে দলে নেওয়ার জন্য মুম্বই, লখনউয়ের মধ্যে লড়াই দেখা গেল। তবে শেষ পর্যন্ত ৪ কোটি ৬০ লাখ টাকায় হার্দিকের দলে গেলেন শ্রীলঙ্কার বাঁহাতি পেসার। 

দুপুর ৩:৫০ মিনিট- জয়দেব উনাদকাটের বেস প্রাইস ছিল ৫০ লাখ টাকা। এই বাঁহাতি পেসারকে ১ কোটি ৬০ লাখ টাকায় এই বাঁহাতি পেসারকে দলে নিল হায়দরাবাদ। 

দুপুর ৩:৪৬ মিনিট- মিচেল স্টার্কের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাঁকে দলে নেওয়ার জন্য কলকাতা ও মুম্বইয়ের মধ্যে লড়াই ছিল তুঙ্গে। এরমধ্যে আবার এই লড়াইতে ঢুকে যায় গুজরাট। শেষ দিকে কলকাতা ও গুজরাটের মধ্যে অজি পেসারকে নিয়ে দড়ি টানাটানি চলতে থাকে। এবং প্রায় ১০ মিনিটের লড়াইয়ের শেষে আইপিএলের ইতিহাসে সর্বকালীন ২৪ কোটি ৭৫ লাখ টাকায় জোড়া বিশ্বকাপ জয়ী বাঁহাতি পেসারকে দলে নিল কেকেআর। 

 

 

 

দুপুর ৩:২৮ মিনিট- শিবম মাভির বেস প্রাইস ছিল ৫০ লাখ টাকা। তরুণ পেসারকে দলে নেওয়ার জন্য লখনউ ও আরসিবি-র মধ্যে লড়াই ছিল দেখার মতো। শেষ পর্যন্ত ৬ কোটি ৪০ কোটি টাকায় লখনউতে গেলেন এই জোরে বোলার। 

দুপুর ৩:২৬ মিনিট- উমেশ যাদবের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাঁকে দলে নেওয়ার জন্য গুজরাট ও হায়দরাবাদের মধ্যে লড়াই ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত ৫ কোটি ৮০ লাখ টাকায় গুজরাটে গেলেন উমেশ। 

দুপুর ৩:১৭ মিনিট- আলজারি জোসেফের বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। তাঁকে দলে নেওয়ার জন্য চেন্নাই ও দিল্লির মধ্যে লড়াই চলেছিল। এরমধ্যে লড়াইয়ে নেমে যায় সঞ্জীব গোয়েঙ্কার লখনউ। এমনকি তাঁকে পাওয়ার জন্য আরসিবি-ও আসরে নেমে যায়। শেষ পর্যন্ত ১১ কোটি ৫০ লাখ টাকায় ক্যারিবিয়ান পেসারকে কিনেছে আরসিবি। 

দুপুর ৩:১৬ মিনিট- চেতন সাকারিয়ার বেস প্রাইস ছিল ৫০ লাখ। তাঁকে বেস প্রাইসেই কিনেছে কলকাতা নাইট রাইডার্স। 

দুপুর ৩:১৫ মিনিট- লকি ফার্গুসনের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তবে অবিক্রিত রয়ে গেলেন নিউজিল্যান্ডের জোরে বোলার। 

দুপুর ৩:১৪ মিনিট- কুশল মেন্ডিসের বেস প্রাইস ছিল ৫০ লাখ টাকা। তবে শ্রীলঙ্কার উইকেটকিপার অবিক্রিত রয়ে গেলেন। 

দুপুর ৩:১৩ মিনিট- জস ইংলিশের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তবে অস্ট্রেলিয়ার উইকেটকিপার অবিক্রিত রয়ে গেলেন। 

দুপুর ৩:১১ মিনিট- কোনা শ্রীকর ভারতের বেস প্রাইস ছিল ৫০ লাখ টাকা। টিম ইন্ডিয়ার এই উইকেটকিপার ৫০ লাখেই দলে নিল কেকেআর। 

দুপুর ৩:১০ মিনিট- ক্রিস্টিয়ান স্টাবসের বেস প্রাইস ছিল ৫০ লাখ টাকা। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ৫০ লাখেই দলে নিল ঋষভ পন্থের দিল্লি। 

দুপুর ৩:০৯ মিনিট- ফিলিপ স্লটের বেস প্রাইস ছিল ১ কোটি ৫০ লাখ টাকা। তবে ইংল্যান্ডের উইকেটকিপার অবিক্রিত রয়ে গেলেন। 

দুপুর ৩:০০ মিনিট- দ্বিতীয় সেটের শেষে কোন দলের হাতে কত টাকা বাকি রয়েছে? 

আরসিবি – ২৩.২৫ কোটি, কেকেআর – ৩২.৭০ কোটি, পাঞ্জাব কিংস – ১৩.১৫ কোটি, সিএসকে – ১১.৬০ কোটি, দিল্লি – ২৪.৯৫ কোটি, রাজস্থান – ৭.১০ কোটি, মুম্বই – ১২.৭৫ কোটি, হায়দরাবাদ – ৫.২০ কোটি, লখনউ – ১৩.১৫ কোটি, গুজরাট – ৩৭.৬৫ কোটি। 

দুপুর ২:৫৫ মিনিট- দ্বিতীয় সেটের দিকে নজর দেওয়া যাক। ২০ কোটি ৫০ লাখ টাকায় হায়দরাবাদে গেলেন প্যাট কামিন্স। ১১ কোটি ৭৫ লাখ টাকায় হর্ষল প্যাটেলকে কিনে নিল পাঞ্জাব কিংস। এদিকে ১৪ কোটি টাকায় ড্যারিল মিচেলকে কিনেছে চেন্নাই। ৪ কোটি টাকায় ধোনির দলে গেলেন শার্দূল। ৪ কোটি ২০ লাখ টাকায় পাঞ্জাবে গেলেন ক্রিস ওকস। জেরাল্ড কোয়েৎজে-কে ৫ কোটি টাকায় কিনে নিল মুম্বই। রাচীনকে ১ কোটি ৮০ লাখ টাকায় কিনল চেন্নাই। ওয়ানিন্দু হাসরাঙ্গা ১ কোটি ৫০ লাখ টাকায় হায়দরাবাদে গেলেন। আজমাতুল্লা ওমরজাইকে ৫০ লাখ টাকায় কিনেছে গুজরাট। 

দুপুর ২:৪৪ মিনিট- ক্রিস ওকসের বেস প্রাইস ছিল ২ কোটি। তাঁকে দলে নেওয়ার জন্য কলকাতা ও পাঞ্জাবের লড়াই ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত ৪ কোটি ২০ লাখ টাকায় ইংল্যান্ডের জোরে বোলার পাঞ্জাবে চলে গেলেন। 

দুপুর ২:৪০ মিনিট- ড্যারিল মিচেলের বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। নিউজিল্যান্ডের অলরাউন্ডারকে কেনার জন্য দিল্লি, পাঞ্জাবের মধ্যে জোর লড়াই চলছিল। শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংস বাজিমাত করল। তাঁকে ১৪ কোটি টাকায় কিনল ধোনির দল। 

 

দুপুর ২:২৬ মিনিট- হর্ষল প্যাটেলের বেস প্রাইস ছিল ২ কোটি। তাঁকে দলে নেওয়ার জন্য গুজরাট টাইটান্স ও পাঞ্জাব কিংসের মধ্যে লড়াই ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত তাঁকে ১১ কোটি ৭৫ লাখ টাকায় এই ডানহাতি জোরে বোলারকে কিনল প্রীতি জিন্টার পাঞ্জাব।

 

দুপুর ২:১৮ মিনিট- জেরাল্ড কোয়েৎজে-কে ৫ কোটি টাকায় কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স। 

দুপুর ২:১৬ মিনিট- প্যাট কামিন্সের বেস প্রাইস ছিল ২ কোটি। বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ককে কেনার জন্য মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাইয়ের মধ্যে লড়াই ছিল দেখার মতো। এমনকি অজি পেসারকে কেনার জন্য লড়াইয়ে নেমে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এমনকি চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদের মধ্যে লড়াই জমে ওঠে। তবে শেষ পর্যন্ত আইপিএলের ইতিহাসে রেকর্ড গড়ে ২০ কোটি ৫০ লাখ টাকায় হায়দরাবাদে চলে গেলেন প্যাট কামিন্স। 

 

 

 

দুপুর ২:০৪ মিনিট- আজমাতুল্লা ওমরজাইয়ের বেস প্রাইস ছিল ৫০ লাখ। তাঁকে সেই দামেই কিনল গুজরাট টাইটান্স। 

দুপুর ২:০০ মিনিট- শার্দূল ঠাকুরের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাঁকে দলে নেওয়ার জন্য চেন্নাই ও হায়দরবাদের মধ্যে জোর লড়াই চলছিল। তবে শেষ পর্যন্ত ৪ কোটি টাকায় পুরনো দল চেন্নাইতে ফিরে এলেন তারকা পেসার। 

দুপুর ১: ৫৯ মিনিট- রাচীন রবীন্দ্রর বেস প্রাইস ছিল ৫০ লাখ। তাঁকে কেনার জন্য চেন্নাই ও দিল্লির মধ্যে লড়াই। তাঁকে কেনার জন্য লড়াইয়ে ঢুকে পড়ে পাঞ্জাব। তবে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের অলরাউন্ডারকে ১ কোটি ৮০ লাখ টাকায় কিনে নিল মহেন্দ্র সিং ধোনির দল। 

দুপুর ১: ৫২ মিনিট- ওয়ানিন্দু হাসরাঙ্গা ১ কোটি ৫০ লাখ টাকায় হায়দরাবাদে গেলেন। 

দুপুর ১: ৫১ মিনিট- দ্বিতীয় সেটে একাধিক তারকা অলরাউন্ডারদের নিলাম টেবলে তোলা হবে। 

দুপুর ১: ৫০ মিনিট- প্রথম সেটে রভম্যান পাওয়েল ৭ কোটি ৪০ লাখ টাকায় রাজস্থানে, ট্রাভিস হেড ৬ কোটি ৮০ লাখ টাকায় হায়দরাবাদে, হ্যারি ব্রুক ৪ কোটি টাকায় দিল্লিতে গেলেন। তবে প্রথম সেটে অবিক্রিত রয়ে গেলেন স্টিভ স্মিথ, রাইলি রুসো, করুণ নায়ার ও মনীশ পাণ্ডে। 

দুপুর ১: ৩৮ মিনিট- স্টিভ স্মিথ অবিক্রিত। 

দুপুর ১: ৩৭ মিনিট- করুণ নায়ার অবিক্রিত। 

দুপুর ১: ৩৫ মিনিট- ট্রাভিস হেডের বেস প্রাইস ছিল ২ কোটি। তাঁকে দলে নেওয়ার জন্য চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে লড়াই তুঙ্গে। তবে শেষ পর্যন্ত ৬ কোটি ৮০ লাখ টাকায় হায়দরাবাদের গেলেন বিশ্বকাপের ফাইনালে শতরানকারী অজি ব্যাটার। 

দুপুর ১:২৭ মিনিট – হ্যারি ব্রুকের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাঁকে কেনার জন্য দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের মধ্যে লড়াই তুঙ্গে। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডের ওপেনারকে ৪ কোটি টাকায় কিনে নিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি। 

দুপুর ১:২২ মিনিট – রাইলি রুসোর বেস প্রাইস ২ কোটি। তবে দক্ষিণ আফ্রিকার ব্যাটার-উইকেটকিপার অবিক্রিত রয়ে গেলেন। 

দুপুর ১:২০ মিনিট – ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার রভম্যান পাওয়েলকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালসের মধ্যে তুমুল দড়ি টানাটানি। তাঁর বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। তবে এই ক্যারিবিয়ান ব্যাটারকে শেষ পর্যন্ত ৭ কোটি ৪০ লাখ টাকায় কিনে নিল রাজস্থান। 

দুপুর ১:১৫ মিনিট – একফ্রেমে গৌতম গম্ভীর ও ঋষভ পন্থ। 

 

,

pic.twitter.com/FyvXS0ENIx — Lucknow Super Giants (@LucknowIPL) December 19, 2023

৩৩৩ জন ক্রিকেট-তারকার ভাগ্য নির্ধারিত হবে নিলামে (IPL Auction)। এই ৩৩৩ জনের মধ্যে মোট ২১৪ জন ভারতীয় ক্রিকেটার। বিদেশি ক্রিকেটার ১১৯ জন।  ফ্র্যাঞ্চাইজিগুলো টাকার থলি হাতে নিয়ে কার পিছনে দৌড়য় সেটাও দেখার। কার দর কত উঠবে, গলি থেকে রাজপথে উঠবেন কে, ক্রিকেটমহলের ঝোঁক যে সেদিকেই। 

[আরও পড়ুন: রোহিতের উত্তরাধিকার বহন করাই হার্দিকের বড় চ্যালেঞ্জ]

১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ৭৭ জন ক্রিকেটারকে কেনার সুযোগ পাবে এই নিলাম থেকে। সর্বোচ্চ ৩০ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন। ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ২৬২.৯৫ কোটি টাকা খরচ করতে পারবে।

গুজরাট টাইটান্স (Gujarat Titans) ঝুলিতে সবচেয়ে বেশি টাকা নিয়ে নামছে। গুজরাট টাইটান্স খরচ করতে পারবে ৩৮ কোটি ১৫ লাখ টাকা। দ্বিতীয় স্থানে থাকা সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ৩৪ কোটি টাকা খরচ করতে পারবে নিলামে। কলকাতা নাইট রাইডার্স (KKR) খরচ করতে পারবে ৩২ কোটি ৭০ লাখ টাকা।

নিলামে সব থেকে বেশি ক্রিকেটার কিনতে পারবে কলকাতা নাইট রাইডার্স। মোট ১২ জন ক্রিকেটারকে কিনতে পারবে। বিদেশি ক্রিকেটার থাকতে পারে সর্বোচ্চ চার জন। নাইটদের পরেই রয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। চার জন বিদেশি-সহ মোট নজনকে কিনতে পারবে দিল্লি। শেষ পর্যন্ত কোন ক্রিকেটার কোন দলের জার্সি পরবেন, তা বলবে সময়। 

[আরও পড়ুন: আইপিএলে খেলবেন? নিলামের আগেই মুখ খুললেন ঋষভ পন্থ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement