shono
Advertisement

IPL Auction 2023: আইপিএল মিনি নিলামে একাধিক চমক, সর্বোচ্চ দাম পেলেন এই ৫ তারকা

প্রথমবার চেন্নাইয়ের জার্সিতে খেলবেন অজিঙ্ক রাহানে।
Posted: 02:57 PM Dec 23, 2022Updated: 10:07 AM Dec 24, 2022

শুক্রবার বেলা আড়াইটায় কোচিতে শুরু আইপিএলের মিনি নিলাম। এই মঞ্চে মোট ৪০৫ জন ক্রিকেটারের নাম উঠছে। যার মধ্যে থেকে  সর্বোচ্চ ৮৭ জন ক্রিকেটারকে কিনে নিতে পারবেন ১০টি ফ্র্যাঞ্চাইজি। সবচেয়ে বেশি টাকা রয়েছে পাঞ্জাবের হাতে। সবচেয়ে কম টাকা নিয়ে নিলামের মঞ্চে কেকেআর। জেনে নিন সমস্ত আপডেট।

Advertisement

রাত ৮.৪৫: শেষ হল এদিনের আইপিএল নিলাম। অনেকটাই ঘর গুছিয়ে ফেলল রাজস্থান, পাঞ্জাব, চেন্নাই। এদিকে কেকেআরের হাতে রইল ১.৬৫ কোটি টাকা।


রাত ৮.৪৩:
শেষবেলায় চমক দিল কেকেআর। বাংলাদেশি অলরাউন্ডার শাকিব আল হাসান আবারও খেলবেন নাইট জার্সিতে। দেড় কোটি দিয়ে তাঁকে নিল কিং খানের দল।  
রাত ৮.৪০:
দ্বিতীয়বারের বিডে দল পেলেন জো রুট। ইংলিশ ব্যাটারকে ১ কোটি টাকায় কিনল রাজস্থান রয়্যালস। তবে বিক্রি হলেন না দক্ষিণ আফ্রিকার মিডিয়াম ফাস্ট বোলার ওয়েন পার্নেল।
রাত ৮.১৯:
দিনের শেষে ৫০ লক্ষের বিনিময়ে মনদীপ সিংকে তুলে নিল কেকেআর। ২০ লাখে রাজস্থানে গেলেন স্পিনার মুরুগান অশ্বিন।
রাত ৮.১৫:
ফের বিডে তোলা হল বাংলাদেশি ব্যাটার লিটন দাসকে। এবার দল পেলেন তিনি। ৫০ লক্ষে তাঁকে নিল কেকেআর।
রাত ৮.০৫: দক্ষিণ আফ্রিকার রিলি রোজো প্রথমে দল না পেলেও পরে মোটা অঙ্কেই বিক্রি হলেন তিনি। ৪ কোটি ৬০ লক্ষ টাকায় তাঁকে নিল দিল্লি।
রাত ৮.০০: আরও শক্তিশালী হল রাজস্থানের স্পিন বিভাগ। অজি স্পিনার অ্যাডাম জাম্পাকে এই ফ্র্যাঞ্চাইজি তুলে নিল দেড় কোটি টাকায়।
সন্ধে ৭.৪০:
ভাই স্যাম কুরান সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে ওঠার দিন প্রথম বিডে দল পেলেন না দাদা টম কুরান। অবিক্রিত রইলেন ভারতের বরুণ অ্যারনও। 
সন্ধে ৭.৩৫:
নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইসিকে এক কোটির বিনিময়ে পেল কেকেআর। পেসার অবিনাশ সিংকেও কিনতে ঝাঁপিয়েছিল নাইট শিবির। তবে ৬০ লক্ষ টাকায় তাঁকে পেয়ে যায় আরসিবি। অবিনাশকে না পাওয়ায় কুলবন্ত খেজরোলিয়াকে ২০ লক্ষ টাকায় তুলে নিল শাহরুখের কেকেআর। 
সন্ধে ৭.৩০:
চমকে দিলেন আয়ারল্যান্ডের জসুয়া লিটল। ন্যূনতম মূল্য ৫০ লক্ষ থেকে ৪.৪ কোটি দর উঠল তাঁর। তিনি আগামী মরশুমে খেলবেন গুজরাটের হয়ে। এদিকে ভারতীয় পেসার মোহিত শর্মাকে গুজরাট পেল ৫০ লক্ষ টাকায়।
সন্ধে ৭.১৮:
ভারতীয় ফাস্ট বোলার রজন কুমার ৭০ লক্ষের বিনিময়ে গেলেন আরসিবি-তে।
সন্ধে ৭.০০:
৫০ লক্ষ টাকায় বিক্রি হলেন দুই ভারতীয় স্পিনার পীয়ূষ চাওলা ও অমিত মিশ্র। তাঁরা গেলেন যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টসে।
সন্ধে ৬.১০:
প্রথম বিডে বিক্রি হলেন না মনদীপ সিং, ডেওয়িড মালান, আফগান তারকা মহম্মদ নবি, জিমি নিসাম, শ্রীলঙ্কার অধিনায়ক ডুসান শনাকা, বাংলাদেশের তাস্কিন আহমেদও।
সন্ধে ৬.০০:
ইংল্যান্ডের উইল জ্যাকসকে ৩.২ কোটি টাকায় নিল আরসিবি।
বিকেল ৫.৫০:
কেকেআরের প্রাক্তন তারকা মণীশ পাণ্ডেকে ২.৪ কোটি টাকা দিয়ে নিজেদের দলে পেল দিল্লি। প্রথম বিডে অবিক্রিত ভ্যান ডুসেন।
বিকেল ৫টা ৩২:
নিলামে চমকে দিলেন বাংলার ক্রিকেটার মুকেশ কুমার। মাত্র ২০ লক্ষ টাকা বেস প্রাইস থেকে তিনি সাড়ে ৫ কোটি টাকা পেলেন। তাঁকে কিনল পন্থের দিল্লি ক্যাপিটালস।  

বিকাল ৫টা ২০: গত আইপিএলের নিলামে বিরাট অঙ্কে কেকেআরের হয়ে খেলেছেন শিবম মাভি। এবারেও মোটা টাকায় বিকোলেন তিনি। ৬ কোটি টাকায় মাভিকে কিনল গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স।  

বিকেল ৫টা ১০: বৈভব আরোরাকে কিনল কেকেআর। উইকেটরক্ষক সমস্যা মেটাতে নারায়ণ জগদীশনকে সই করাল নাইটরা। গত মরশুমে তিনি ছিলেন চেন্নাই সুপার কিংসে। 

বিকেল ৫টা: অবিক্রিত মুজিব রহমান, তারবরেইজ শামসি-সহ একঝাঁক ক্রিকেটার।

বেলা ৪.২৫: ইংল্যান্ডের লেগ-স্পিনার আদিল রশিদ ন্যূনতম মূল্য ২ কোটির বিনিময়ে গেলেন হায়দরাবাদে। ভারতীয় পেসার ইশান্ত শর্মাকে ৫০ লক্ষে নিল দিল্লি ক্যাপিটালস। অবিক্রিত থেকে গেলেন অ্যাডাম জাম্পাও।
বেলা ৪.২০:
ইংল্যান্ডের বাঁ-পাতি পেসার রিস টপলেকে ১ কোটি ৯ লক্ষ দিয়ে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ভারতীয় পেসার জয়দেব উনাদকাট ৫০ লক্ষের বিনিময়ে চাপাবেন সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্টসের জার্সি।
বেলা ৪.১৫:
দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ক্লাসেনকে ৫ কোটি ২৫ লক্ষ টাকায় পেল সানরাইজার্স হায়দরাবাদ। এবারও ক্রিকেটারকে নিজেদের দলে তুলতে ব্যর্থ দিল্লি। তবে প্রথম বিডে বিক্রি হলেন না শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। 

বেলা ৪.১০: ক্যারিবিয়ান তারকা তথা হায়দরাবাদের দলের প্রাক্তন ক্রিকেটার নিকোলাস পুরানকে পেতে ঝাঁপিয়েছিল গুজরাট ও দিল্লি। আইপিএলে সেভাবে নজর না কাড়লেও মোটা অঙ্কেই বিক্রি হলেন তিনি। দিল্লিকে হারিয়ে ১৬ কোটি টাকায় তাঁকে পেল গুজরাট।  
বেলা ৪.০৫:
বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক লিটন দাসের ন্যূনতম মূল্য ছিল ৫০ লক্ষ। তবে প্রথম বিডে তিনি রইলেন অবিক্রিতই।
বেলা ৩.৪৫:
সীমিত ওভারের ক্রিকেটে তাঁর পারফরম্যান্স ঈর্ষণীয়। আইপিএল নিলামে তাঁকে পাওয়া মানে কোনও দলের ব্যাট-বল উভয় বিভাগেই শক্তিশালী হয়ে ওঠা। ১৬ কোটি ২৫ লক্ষ দিয়ে তাঁকে তুলে নিল চেন্নাই সুপার কিংস।

বেলা ৩.৪০: অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন এবারের আইপিএল নিলামের নজরকাড়া তারকা। প্রত্যাশা মতোই তাঁকে পাওয়ার জন্য চলল হাড্ডাহাড্ডি লড়াই। শেষমেশ চমক দিয়ে তাঁকে সাড়ে ১৭ কোটি দিয়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

বেলা ৩.৩৫: ক্যারিবিয়ান তারকা জ্যাসন হোল্ডার এবার ৫ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে খেলবেন রাজস্থান রয়্যালসের জার্সিতে।
বেলা ৩.৩০:
স্যাম কুরান যে বড় অঙ্কে বিক্রি হবেন, তা আন্দাজ করাই গিয়েছিল। জল্পনা সত্যি করে ১৮ কোটি ৫০ লক্ষে তাঁকে কিনে নিল পাঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে  সবচেয়ে দামে বিক্রি হলেন তিনি।

বেলা ৩.২০: বাংলাদেশি অলরাউন্ডার শাকিব আল হাসান প্রথম বিডে অবিক্রিত রয়ে গেলেন।
বেলা ৩.০৪:
প্রথম বিডে অবিক্রিত রইলেন জো রুট ও রাইলি রোসো।
বেলা ৩.০২:
প্রথমবার চেন্নাইয়ের জার্সিতে খেলবেন অজিঙ্ক রাহানে। ভারতীয় ব্যাটারকে ন্যূনতম মূল্য ৫০ লক্ষেই পেয়ে গেল ধোনির দল।
বেলা ৩.০০:
গত মরশুমে পাঞ্জাবের অধিনায়কত্ব করেছিলেন। কিন্তু হঠাৎই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজি। তাই তাঁকে কোন দল নেয়, সেদিকে ছিল নজর। চেন্নাইয়ের সঙ্গে লড়াইয়ের পর ৮ কোটি ২৫ লক্ষ দিয়ে তাঁকে নিল হায়দরাবাদ।
বেলা ২.৫০:
ইংলিশ তারকা হ্যারি ব্রুককে নিতে চলল জোরদার লড়াই। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সমান দক্ষ তিনি। শেষমেশ ১৩ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে নিল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমবারই আইপিএলে বিরাট অঙ্কের অর্থে খেলতে দেখা যাবে তাঁকে।   
বেলা ২.৪০:
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে ২ কোটি টাকার বিনিময়ে কিনে নিল গুজরাট টাইটান্স। 

[আরও পড়ুন: মিলল স্বাস্থ্যমন্ত্রকের অনুমোদন, বুস্টার ডোজ হিসেবে আসছে ন্যাজাল ভ্যাকসিন]

বেলা ২.৩০: নিলামে হাজির ১০টি ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement