Advertisement
আমিরকন্যা ইরার রিসেপশনে শাহরুখ-সলমন, আর কারা নজর কাড়লেন?
আমিরের আমন্ত্রণে রাজনীতি ও ক্রিকেট জগতের তারকারাও আসেন।
শনিবারের রাত। আমির খানের মেয়ে ইরা ও জামাই নূপুরের রিসেপশন। কালো স্যুট পরে এসেছিলেন শাহরুখ খান। কালচে লাল সালোয়ারে সেজেছিলেন গৌরী।
স্ত্রী আলিয়ার সঙ্গে নয়, একা এসেছিলেন বলিউডের 'অ্যানিম্যাল' রণবীর কাপুর। বেইজ কালারের বন্ধগলা ছিল তাঁর পরনে।
অন্যদিকে ক্যাটরিনাও একাই নিমন্ত্রণ রক্ষা করেন। তাঁর পরনে আবার ছিল বেইজ রঙের লেহেঙ্গা। গোলাপি আর চোরকোল গ্রের কম্বিনেশনের লেহেঙ্গা ছিল কঙ্গনা রানাউতের পরনে। আসেন ভূমি পেড়নেকর, তাপসী পান্নু, কার্তিক আরিয়ান।
বলিউডের তিন ডিভা রেখা, হেমা মালিনী ও সায়রা বানুকে দেখা যায় একসঙ্গে। আমিরের আমন্ত্রণে আশা পারেখও এসেছিলেন। আসেন বলিউডের 'হিম্যান' ধর্মেন্দ্র।
স্বামী শ্রীরাম নেনের সঙ্গে রিসেপশনে আসেন মাধুরী দীক্ষিত। কালো আর খয়েরি রঙের কম্বিনশনে সেজেছিলেন দুজন। জয় মেহতার সঙ্গে আসেন জুহি চাওলা।
স্ত্রী তাহিরার সঙ্গে রিসেপশনে আসেন আয়ুষ্মান খুরানা। অভিনেতা পরেছিলেন কালো স্যুট। আর স্ত্রীর পরনে ছিল কালারফুল শাড়ি। অপারশক্তি খুরানাও এসেছিলেন অনুষ্ঠানে।
আমিরের আমন্ত্রণেই মুম্বইয়ের রিসেপশনে হাজির হন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। উল্লেখ্য, বিকেসি জিও সেন্টারেই রিসেপশনের আয়োজন হয়েছিল।
Published By: Suparna MajumderPosted: 09:11 AM Jan 14, 2024Updated: 09:13 AM Jan 14, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ