shono
Advertisement
Kolkata Police

কসবা কাণ্ডে 'বিকৃত' ভিডিও ফুটেজ প্রকাশ কলকাতা পুলিশের, বিস্ফোরক চাকরিহারারা

কসবা ডিআই অফিস অভিযানের ঘটনায় ধুন্ধুমার।
Published By: Sayani SenPosted: 11:53 PM Apr 09, 2025Updated: 11:58 PM Apr 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কসবা ডিআই অফিস অভিযানের ঘটনায় ধুন্ধুমার। চাকরিহারাদের দাবি, তাঁরা পুলিশের লাঠি, লাথি, ঘুসি খান। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। পালটা আবার সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের উপর হামলার অভিযোগ তুলেছে উর্দিধারীরা। তবে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ যে হয়েছে তা মেনে নেন খোদ কলকাতার পুলিশ কমিশনার। এই ঘটনায় কলকাতা পুলিশের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়। ওই ভিডিওর সত্যতা নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছেন চাকরিহারারা।

Advertisement

বুধবার সন্ধ্যায় আন্দোলনরত চাকরিহারারা একটি সাংবাদিক বৈঠক করেন। তাঁদের দাবি, "কলকাতা পুলিশের ওয়েবসাইটে দেওয়া ভিডিও ভালো করে দেখলে বোঝা যাবে পুলিশ পরিকল্পনামাফিক আমাদের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য এই ধরনের ভিডিও ওয়েবসাইটে দিয়েছে। কলকাতা পুলিশের ওয়েবসাইটে যে ভিডিও পোস্ট করা হয়েছে, সেটা আজকের নয়। অন্যদিনের। ইচ্ছাকৃতভাবে বিকৃত করে আজকের দিনের ঘটনার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আজকে এমন কোন ঘটনা ঘটেনি।"

আবার কলকাতার পুলিশ কমিশনার বিভিন্ন সংবাদমাধ্যমে সম্প্রচারিত ভিডিও নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, "পুরো ফুটেজ আমরা দেখছি। লাথি মারার যে ছবি দেখানো হচ্ছে, সেটা একটা অংশ। পুরোটা নয়। যে ছবি দেখানো হচ্ছে সেটা অবশ্যই কাম্য নয়, তবে পুলিশ এমন অ্যাকশন কেন নিল, সেটাও দেখতে হবে। যে পুলিশকর্তারা ফিল্ডে রয়েছেন, আমরা তাঁদের কাছে রিপোর্ট চেয়েছি। তবে আবারও বলছি, যে ছবি দেখা গিয়েছে সেটা কোনওমতেই কাম্য নয়।" পুলিশের সঙ্গে মতবিরোধের মাঝে বৃহস্পতি ও শুক্রবার দু'টি মিছিলের ডাক দিয়েছেন চাকরিহারারা। ওই মিছিল ঘিরেও অশান্তির আশঙ্কা রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চাকরিহারাদের দাবি, তাঁরা পুলিশের লাঠি, লাথি, ঘুসি খান। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
  • পালটা আবার সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের উপর হামলার অভিযোগ তুলেছে উর্দিধারীরা। তবে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ যে হয়েছে তা মেনে নেন খোদ কলকাতার পুলিশ কমিশনার।
  • এই ঘটনায় কলকাতা পুলিশের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়। ওই ভিডিওর সত্যতা নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছেন চাকরিহারারা।
Advertisement