সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুল্কযুদ্ধে সাময়িক স্বস্তি। বিশ্বের একাধিক দেশের উপর বিরাট হারে শুল্ক বসালেও আপাতত ৯০ দিনের জন্য তা স্থগিত রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চিন নিয়ে একেবারে উলটো পথে হাঁটলেন তিনি। সবমিলিয়ে ১২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। অবিলম্বে তা কার্যকর হবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বুধবার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে ট্রাম্প জানান, শুল্ক ঘোষণার পরে ৭৫টিরও বেশি দেশ যোগাযোগ করেছে আমেরিকার সঙ্গে। পালটা শুল্ক চাপায়নি তারা। তাই আগামী ৯০ দিন ওই দেশগুলির উপরে বর্ধিত শুল্কহার কার্যকর হবে না। এছাড়াও তাদের উপর ১০ শতাংশ শুল্ক কমানো হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন ঘোষণায় স্বভাবতই স্বস্তির নিঃশ্বাস ফেলবে ভারত। গত ২ এপ্রিল ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক বসিয়েছিল আমেরিকা। আপাতত সেই কর গুণতে হবে না ভারতকে।
কিন্তু চিন নিয়ে একেবারে উলটো অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট। ২ এপ্রিল চিনের উপর ৩৪ শতাংশ পারস্পরিক শুল্ক চাপিয়েছিল আমেরিকা। এর পালটা পদক্ষেপ নেয় চিন। একই হারে শুল্ক চাপানো হয় মার্কিন পণ্যে। চিনের এই পদক্ষেপের পরই ট্রাম্প হুঁশিয়ারি দেন চিন যদি এই শুল্ক প্রত্যাহার না করে তাহলে মঙ্গলবারের মধ্যে আরও ৫০ শতাংশ শুল্ক চাপানো হবে চিনা পণ্যের উপরে। সেই মতো মঙ্গলবার বেজিংয়ের উপর চাপে আরও ৫০ শতাংশ কর। শুরুতে ২০ শতাংশ শুল্ক তো ছিলই তার সঙ্গে বাড়তি ৩৪ ও ৫০ শতাংশ মিলে চিনের উপর মোট শুল্কের বোঝা চাপে ১০৪ শতাংশ।
বুধবার পালটা আমেরিকান পণ্যের উপর ৮৪ শতাংশ শুল্ক চাপায় বেজিং। এই সিদ্ধান্তেই বেজায় চটেছেন ট্রাম্প। নিজের সোশাল মিডিয়ায় সাফ লেখেন, "বিশ্বের বাজারকে মোটেও সম্মান দেয়নি চিন। তাই ওদের উপর ১২৫ শতাংশ শুল্ক চাপাচ্ছি, যা অবিলম্বে কার্যকর হবে। চিন এবার বুঝবে, আমেরিকা এবং অন্যান্য দেশের স্বার্থে ঘা দিলে মোটেই মেনে নেওয়া হবে না।" চিনের তরফে আগেই বলা হয়েছিল, শুল্কযুদ্ধে তারা পিছু হটবে না। ট্রাম্পের এই সিদ্ধান্তে তারা শেষ পর্যন্ত কী করে, নজর বিশ্বের।