সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহেই রেজিস্ট্রি বিয়ে সেরেছেন আমিরকন্যা ইরা খান ও নুপূর শিখর। আর এবার ১০ জানুয়ারি রীতি মেনে সাত পাকে বাঁধা পড়বেন ইরা-নুপূর। ইতিমধ্য়ে পরিবার নিয়ে উদয়পুরে পৌঁছেছেন আমির, রিনা ও কিরণরা। শুরু হয়ে গিয়েছে বিয়ের নানা অনুষ্ঠান। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সোমবার দিনভর চলবে মেহেন্দি অনুষ্ঠান। রাতে রয়েছে বিশেষ পাজামা পার্টি। মঙ্গলবার রয়েছে সঙ্গীত।
ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ইরা শেয়ার করেছেন আমন্ত্রণপত্র। যে আমন্ত্রণ লেখা রয়েছে কবে, কখন, কী কী অনুষ্ঠান রয়েছে।
[আরও পড়ুন: ‘আত্মনির্ভর ভারতকে হুমকি নয়’, মালদ্বীপ ইস্যুতে সুর চড়িয়ে এক ঢিলে দুই পাখি মারলেন অমিতাভ]
জানা গিয়েছে, পাঞ্জাবি খাবারের মেনুতে সেজে উঠবে ইরার বিয়ের মেনু। থাকবে ইটালি, আরবের খাবারও। শেষপাতে থাকবে রাবড়ি, লাড্ডু এবং পেঠা। বিয়ের পর কাটা হবে বিশেষ কেকও।
বর-কনে উভয়পক্ষের জন্যই তাজ আরাভলি রিসর্টের ১৭৬টি রুম বুক করা হয়েছে। ২৫০ জন অতিথি উপস্থিত থাকবেন ইরা-নুপূরের বিয়েতে। বলিউড মাধ্যম সূত্রে খবর, মিস্টার পারফেকশনিস্ট নিজের জন্য আরেকটি লাক্সারি স্যুট বুক করেছেন। যেখান থেকে গটা উদয়পুরের ভিউ পাওয়া যায়। রাজকীয় সেই বিয়েতে আমন্ত্রিত আমির খানের বলিউডের তারকাবন্ধুরাও। তাঁদের জন্যও বিশেষ আয়োজন রয়েছে। ইরা খান ইতিমধ্যেই বিয়ের কার্ড শেয়ার করেছেন। শুধু তাই নয়, প্রাক বিবাহ অনুষ্ঠানে দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে জমিয়ে নাচতেও দেখা গেল আমির খানকে।
[আরও পড়ুন: লোকসভা ভোটের আগে আচমকাই রণবীর-আলিয়ার বাড়িতে RSS নেতা, কেন?]