shono
Advertisement

ভাঙল অচলায়তন, প্রথম কাশ্মীরি মুসলিম মহিলা হিসাবে বিমানের ককপিটে ইরম

ইতিহাস গড়ে স্বপ্ন উড়ান তরুণীর৷ The post ভাঙল অচলায়তন, প্রথম কাশ্মীরি মুসলিম মহিলা হিসাবে বিমানের ককপিটে ইরম appeared first on Sangbad Pratidin.
Posted: 04:10 PM Sep 01, 2018Updated: 04:40 PM Sep 01, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যেকদিনই সংবাদ শিরোনামে থাকে কাশ্মীর৷ সীমান্তে ভারত-পাক সেনার মধ্যে গুলির লড়াই নিয়েই হোক বা অনুপ্রবেশ সমস্যা বা জঙ্গি হানা অথবা বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন৷ রোজই হতাহতের খবর আসে উপত্যকা থেকে৷ আজও সংবাদ শিরোনামে রয়েছে ভূস্বর্গ৷ তবে, ভূমি কন্যা বছর ত্রিশের ইরম হাবিবের জন্য৷ না দেশ বিরোধী কিছু করেননি তিনি৷ বরং অচলায়তনের দেওয়াল ভেঙে কাশ্মীরি মেয়েদের জন্য উদাহরণ হয়ে উঠেছেন৷ ইরম হাবিব হলেন প্রথম কাশ্মীরি মুসলিম মহিলা, যিনি বিমান চালকের আসনে বসবেন৷ ইতিমধ্যে তিনি যোগদান করেছেন গো-এয়ার বিমান সংস্থায়৷

Advertisement

[রাজীব গান্ধী হত্যার মতোই ছক বাম বুদ্ধিজীবীদের, দাবি পুলিশের]

তবে, যাত্রাপথ মোটেই কণ্টক মুক্ত ছিল না ইরম হাবিবের৷ যার প্রধান কারণ কাশ্মীরের গোঁড়া মুসলিম সমাজ৷ তাঁর বাবা সরকারি হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করেন৷ দেরাদুন কলেজ থেকে বনবিদ্যায় স্নাতক হন ইরম৷ স্নাতকোত্তর ডিগ্রি পান শের-ই-পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে৷ ২০১৬-তে তিনি পাড়ি দেন মার্কিন মুলুকে৷ সেখানে ভরতি হন একটি বিমান প্রশিক্ষণ স্কুলে৷ আমেরিকা ও কানাডা থেকে সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ নিয়ে দেশে ফেরেন ইরম হাবিব৷ এরপরই তাঁর ভাগ্যের চাকা ঘিরে যায়৷ প্রথম কাশ্মীরি মুসলিম মহিলা হিসাবে বিমানের ককপিটে বসার সুযোগ আসে তাঁর কাছে৷ সদ্যই গো-এয়ার সংস্থায় যোগ দেন তিনি৷

[মাত্র ২০ সেকেন্ডের ব্যবধানে প্রাণে বাঁচেন রাহুল!]

আকাশের সঙ্গে বিশেষ করে বিমানের সঙ্গে কাশ্মীরি মহিলাদের সম্পর্ক দীর্ঘদিনের৷ এর আগে ভারতীয় বায়ুসেনায় যোগদান করেছেন কাশ্মীরি পণ্ডিত তানভি রায়না৷ অথবা দেশের সর্বকনিষ্ঠ শিক্ষানবিশ বিমান চালিকা হিসাবে গতবছরই লাইসেন্স পেয়েছেন আয়েশা আজিজ৷ এছাড়া বর্তমানে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিমান সংস্থায় কাজ করছেন পঞ্চাশের বেশি কাশ্মীরি মুসলিম মহিলা৷ তাঁদের প্রত্যেকেই ক্রিউ মেম্বার হিসাবে কাজ করছেন৷ কিন্তু প্রথম কাশ্মীরি মুসলিম মহিলা হিসাবে বিমানের ককপিটে বসবেন ইরম হাবিব৷

মেয়ের এই অনবদ্য সাফল্যে স্বভাবতই অভিভূত তাঁর বাবা৷ কাশ্মীরি মেয়েদের জন্য কাজ করতে চান ইরম৷ গোঁড়ামির দেওয়াল ভেদ করতে পেরেছেন তিনি৷ আশা করেন, অন্যান্য কাশ্মীরি মেয়েরাও একই ভাবে পারবে অচলায়তনের দেওয়ালে আঘাত হানতে৷ তাঁর দেখানো পথেই স্বপ্নের উড়ানে পাড়ি দেবেন তাঁরাও৷

The post ভাঙল অচলায়তন, প্রথম কাশ্মীরি মুসলিম মহিলা হিসাবে বিমানের ককপিটে ইরম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement