সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খলিস্তানি জঙ্গি নেতা গুরপতবন্ত সিং পান্নুন (Gurpatwant Singh Pannun) খুনের ষড়যন্ত্রে ভারত (India) যোগের অভিযোগ তুলে রিপোর্ট প্রকাশ্যে এনেছিল মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট। সেই ঘটনায় মার্কিন দৈনিকের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দিল দেশের বিদেশমন্ত্রক। মঙ্গলবার নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, 'ওই সংবাদমাধ্যমের দাবি সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন।'
গুরপতবন্ত সিং পান্নুনকে খুনের চেষ্টায় মার্কিন মিডিয়া সংস্থা ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, বিক্রম যাদব নামের এক ‘র’ (RAW) অফিসার পান্নুন খুনের ছক কষেছিলেন। এর জন্য ‘হিটম্যান’ বা দুষ্কৃতীদের একটি দলকে ভাড়া করাও হয়েছিল। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয় আন্তর্জাতিক রাজনীতিতে। এর পরই মঙ্গলবার বিষয়টি নিয়ে মুখ খোলে ভারত সরকার। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে অযৌক্তিক ও ভিত্তিহীন দাবি করেছে ওই বিদেশি সংবাদমাধ্যম। সম্পূর্ণ অনুমানের উপর ভিত্তি করে এমন প্রতিবেদন লেখা হয়েছে। অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন দাবি মার্কিন দৈনিকের।' পাশাপাশি আরও জানানো হয়েছে, 'ভারত সরকার যে কোনও সংগঠিত অপরাধ, সন্ত্রাসবাদের মতো ঘটনায় মার্কিন সরকারের সঙ্গে তথ্য আদান প্রদান চলছে। উচ্চপর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। যারা ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত করছে। ফলে বিষয়টি নিয়ে এমন দায়িত্বজ্ঞানহীন দাবি কোনওভাবেই কাম্য নয়।'
[আরও পড়ুন: মিজোরামে প্রায় ১০ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ২]
সোমবার ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছিল, 'বিক্রম যাদব, যিনি বর্তমানে অন্য সরকারি সংস্থায় কর্মরত, তিনি পান্নুন সম্পর্কে বিস্তারিত তথ্য পাঠিয়েছিলেন। তার মধ্যে খলিস্তানি জঙ্গির নিউ ইয়র্কের ঠিকানাও ছিল।' প্রতিবেদনে দাবি করা হয়, 'ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও বিষয়টি জানতেন। বিদেশের মাটিতে ভারতবিরোধী জঙ্গিদের হত্যা করার পরিকল্পনাই গত কয়েক বছর ধরে করে আসছে ভারতীয় গুপ্তচর সংস্থা 'র'। খালিস্তানি জঙ্গি নেতা পান্নুনের গতিবিধি বহুদিন থেকেই নজরে রাখা হচ্ছিল। এমনকী নিউ ইয়র্কে তাঁর ঠিকানাতেও নজর রাখছিল ভারতীয় গোয়েন্দারা।' রিপোর্টে দাবি, 'র-এর তৎকালীন প্রধান সমন্ত গোয়েল এই হত্যার সিদ্ধান্ত অনুমোদন করেছিলেন, এবং বিক্রম যাদব নামে এক ‘র’ অফিসার গোটা পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছিলেন।'
[আরও পড়ুন: ভারী বৃষ্টি ও তুষারপাতের জেরে উপত্যকায় ভূমিধস, বিপর্যস্ত জনজীবন]
উল্লেখ্য, গত বছর একটি মার্কিন রিপোর্টে বলা হয়েছিল আমেরিকার মাটিতে এক শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। বিশেষজ্ঞদের অনুমান, নাম না করে রিপোর্টে গুরপতবন্ত সিং পান্নুনের কথাই তুলে ধরা হয়েছিল। ওই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল আমেরিকা। তার পর চেক প্রজাতন্ত্র থেকে গ্রেপ্তার হন সন্দেহভাজন সরকারি কর্মী নিখিল গুপ্ত। সেদেশের জেলে বন্দি রয়েছেন তিনি।