shono
Advertisement
Khaki 2

'খাকি ২'তে প্রসেনজিৎ-জিৎ-পরমব্রতর সঙ্গী টলিপাড়ার এই নায়িকা! জল্পনা তুঙ্গে

পরিচালককন্যা ইনি। আবার জনপ্রিয় অভিনেত্রীর দিদি।
Published By: Suparna MajumderPosted: 10:05 AM May 29, 2024Updated: 10:05 AM May 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীরজ পাণ্ডের 'খাকি ২' নিয়ে একের পর এক খবর প্রকাশ্যে আসছে। এর আগে 'খাকি: বেঙ্গল চ্যাপ্টার' সিরিজের অভিনেতা হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম শোনা গিয়েছিল। এবারে টলিপাড়ার এক নায়িকার নাম শোনা যাচ্ছে।

Advertisement

কে তিনি? চিত্রাঙ্গদা শতরূপা। পরিচালক শতরূপা সান্যালের মেয়ে চিত্রাঙ্গদা। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর দিদি। মায়ের নাম পদবী হিসেবে ব্যবহার করেন চিত্রাঙ্গদা। ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’, ‘আহারে মন’-এর মতো বাংলা সিনেমায় যেমন অভিনয় করেছেন, তেমনই 'দেবী অউর হিরো', 'সখারাম বি'র মতো হিন্দি সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। হিন্দি টেলিমুভি 'চোখের বালি'তে আশালতার চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রাঙ্গদা। এবার 'খাকি: বেঙ্গল চ্যাপ্টার'-এ কি তাঁকে দেখা যাবে? উত্তর অদূর ভবিষ্যতেই জানা যাবে।

[আরও পড়ুন: শরীর নিয়ে কটাক্ষের জবাব! বাথরোবে ছবি পোস্ট করলেন ঐশ্বর্য]

২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় 'খাকি: দ্য বিহার চ্যাপ্টার'। করণ ট্যাকার, অবিনাশ তিওয়ারি, অভিমন্যু সিংয়ের মতো অভিনেতা ছিলেন সেখানে। এর পর থেকেই নাকি 'খাকি: বেঙ্গল চ্যাপ্টার'-এর প্রস্তুতি শুরু করে দেন নীরজ। সূত্রের খবর, লোকসভা ভোটের পরই কলকাতায় শুরু হয়ে যাবে ওয়েব সিরিজের শুটিং।

[আরও পড়ুন: ক্যামেরা দেখেই লাজুক ঈশান, কোয়েলের হাত ছাড়িয়ে জড়িয়ে ধরল নুসরতকে, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এর আগে 'খাকি: বেঙ্গল চ্যাপ্টার' সিরিজের অভিনেতা হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম শোনা গিয়েছিল।
  • এবারে টলিপাড়ার এক নায়িকার নাম শোনা যাচ্ছে। তিনি চিত্রাঙ্গদা শতরূপা।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার