সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই জল্পনার সূত্রপাত। মনোজ বাজপেয়ী নাকি রাজনীতির ময়দানে অবতীর্ণ হতে চলেছেন। গ্ল্যামার দুনিয়ার সঙ্গে রাজনীতির ময়দান এখন ওতোপ্রোতভাবে জড়িত। বিনোদুনিয়ার তারকারা রাজনৈতিক মতাদর্শ নিয়ে বেশ সচেতন। অনেকেই নাম লিখিয়েছেন এযাবৎকাল। সেই প্রেক্ষিতে মনোজ বাজপেয়ীর রাজনীতিতে যোগদানের খবর খুব একটা অবাক করেনি কাউকে! বরং লোকসভা ভোটে তিনি যে বিজেপির বিরুদ্ধে লড়তে চলেছেন নিজের জন্মভূমি থেকে, সেটাই ছিল আসল চমক!
আচমকাই এক বলিউড মাধ্যম সূত্রে জানা যায়, আসন্ন লোকসভা নির্বাচনে নাকি বিহারের পশ্চিম চম্পারণ কেন্দ্র থেকে বিজেপির বিরুদ্ধে লড়ছেন মনোজ বাজয়েপী! হিসেব মতো, সেই প্রেক্ষিতেই রাজনীতির ময়দানে অভিনেতার পদার্পণ হতে চলেছে। জানা যায়, বিরোধী শিবির ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়বেন তিনি। সেই খবর চাউর হতেই মুখ খুললেন মনোজ বাজপেয়ী।
[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনে অযোধ্যায় খোদ ‘সীতা’! মোদির সুরেই ‘অকাল দিওয়ালি’র ডাক দীপিকার]
কতটা সত্যি এই খবর? নিজেই জানালেন অভিনেতা। নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করার খবর শুনে মনোজ নিজেই হেসে গড়িয়েছেন। এক্স হ্যান্ডেলে ‘ফ্যামিলি ম্যান’ অভিনেতার প্রশ্ন- “আচ্ছা বলুন তো, এই কথাটা আপনাদের কে জানাল? কে কে বলুন আমায়?” যদিও হ্যাঁ বা না কিছুই বলেননি তিনি। তবে এমন খবরে মনোজ বাজপেয়ীর বিদ্রুপের সুরই তাঁর অবস্থান স্পষ্ট করে দিল।
এক সাক্ষাৎকারে মনোজ জানান, “শেষবার যখন বিহারে গিয়েছিলাম, তখন আরজেডি চিফ লালু প্রসাদ এবং তাঁর ছেলে বিহারের ডেপুটি চিফ মিনিস্টার তেজস্বী যাদবের সঙ্গে দেখা করি। তখনই অনেকের ধারণা হয় যে, আমি হয়তো রাজনীতিতে যোগ দিচ্ছি। তবে আমি ২০০ শতাংশ নিশ্চিত করে বলতে পারি যে, আমি কোনও ভোটে দাঁড়াচ্ছি না। আমি একজন অভিনেতা, এবং অভিনেতা হিসেবেই থাকব। রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।”