shono
Advertisement

শাহরুখ ‘ডন ৩’ থেকে সরতেই ‘জংলি বিল্লি’ হয়ে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া!

নতুন ছবিতে রণবীর সিংকে 'ডন' হিসেবে দেখা যাবে। এতে বেশ অসন্তষ্ট শাহরুখের ভক্তরা।
Posted: 11:37 AM Nov 08, 2023Updated: 11:54 AM Nov 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফারহান আখতারের ‘ডন ৩’ নিয়ে বি-টাউনে নানা জল্পনা-কল্পনা। নিত্যদিন নিত্যনতুন খবর শোনা যাচ্ছে। পয়লা ঝলকেই ‘ডন’ অবতারে দর্শকদের নজর কাড়তে ‘অপারগ’ রণবীর সিং। ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষবাণ। তবে ডনের রোমার চরিত্রে কাকে দেখা যাবে? তা নিয়ে কৌতূহল তুঙ্গে অনুরাগীদের। কখনও শোনা যাচ্ছে কিয়ারা আডবানির নাম, কখনও আবার কৃতী স্যানন, দীপিকা পাড়ুকোণের নাম উঠে আসছে। এবার জবর খবর, শাহরুখ ‘ডন’ ফ্রাঞ্চাইজি ছাড়তেই নাকি ‘জংলি বিল্লি’ হয়ে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।

Advertisement

১৯৭৮ সালে ‘ডন’ চরিত্রটি তৈরি করেছিলেন সেলিম-জাভেদ। অমিতাভ বচ্চন নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে সারা দেশে সাড়া ফেলেছিলেন। ২০০৬ সালে এই চরিত্রে নতুনভাবে প্রাণ সঞ্চার করেন শাহরুখ খান (Shah Rukh Khan)। তার পর ২০১১ সালে মুক্তি পায় ‘ডন ২’। ফারহান আখতারের পরিচালনায় ডন আবারও হয়ে চমকে দেন শাহরুখ। সেই স্মৃতি এখনও অনুরাগীদের মনে টাটকা। এর মধ্যেই নতুন ডন হিসেবে রণবীর সিংয়ের (Ranveer Singh) নাম ঘোষণা করা হয়। তাতেই ক্ষিপ্ত হন শাহরুখ অনুরাগীরা। টিজার প্রকাশ্যে আসার পর কটাক্ষের পালা শুরু হয়ে যায়।

[আরও পড়ুন: প্রসেনজিতের পরিচালনায় নটী বিনোদিনী কঙ্গনা! জল্পনা তুঙ্গে]

কানাঘুষো শোনা যাচ্ছে, এমন রণবীর সিংয়ের ‘ডন ৩’ সিনেমা হিট করতে ‘তুরুপের তাস’ হিসেবে প্রিয়াঙ্কা চোপড়াকে রোমার চরিত্রে ফেরাতে চান ফারহান। এক সময় প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখের ঘনিষ্ঠতা নিয়ে বিস্তর গুঞ্জন ছিল বি-টাউনে। শোনা যায়, প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখের এই ঘনিষ্ঠতা নিয়ে গৌরী খানের প্রবল আপত্তি ছিল।

শেষে প্রিয়াঙ্কা পাড়ি দেন হলিউডে। আর শাহরুখ নিজের বলিউডের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তবে প্রিয়াঙ্কা-শাহরুখকে এখনও পর্যন্ত স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। এবার যখন আবার ‘ডন’ সিরিজে প্রিয়াঙ্কার অভিনয়ের কথা শোনা যাচ্ছে প্রশ্ন উঠছে, তাহলে কি শাহরুখ ‘ডন ৩’ ছবিতে নেই বলেই ‘জংলি বিল্লি’ হয়ে ফিরছেন ‘দেশি গার্ল’।

[আরও পড়ুন: হাসপাতালে জিনাত আমান, করাতে হল অস্ত্রোপচার, কী হয়েছে অভিনেত্রীর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement