shono
Advertisement

Breaking News

লোকসভার আগে ফের উত্তপ্ত ভাঙড়, ISF-তৃণমূল সংঘর্ষে ঝরল রক্ত

জখম ২ আইএসএফ কর্মী ভর্তি হাসপাতালে।
Posted: 09:22 AM Mar 11, 2024Updated: 05:58 PM Mar 11, 2024

দেবব্রত মণ্ডল, বারুইপুর: পঞ্চায়েতের পর লোকসভা নির্বাচনের আগেও উত্তপ্ত ভাঙড়। মাঝেরাই গ্রামে আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল। পালটা আইএসএফের বিরুদ্ধে হামলার অভিযোগে সরব ঘাসফুল শিবির। দুই দলের অভিযোগ-পালটা অভিযোগে এখনও থমথমে গোটা এলাকা।

Advertisement

রবিবার সন্ধ্যায় ভাঙড়ের মাঝেরাই গ্রামে বৈঠক করছিল আইএসএফ। তাদের দাবি, বৈঠক চলাকালীন তৃণমূল কর্মীরা তাঁদের উপর অতর্কিতে হামলা চালায়। বেধড়ক মারধর করা হয়। তাতে দুজন জখমও হয়েছে। আহতদের প্রথমে জিরানগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যদিও তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করেছে। তাদের দাবি, আইএসএফের বৈঠক চলাকালীন পাশ দিয়ে বেশ কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক যাচ্ছিলেন। সেই সময় তাঁদের উপর হামলা চালায় আইএসএফ। এই ঘটনায় কাশীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও এখনও গ্রেপ্তার হয়নি কেউ।

[আরও পড়ুন: দাম্পত্যে ছেদ টেনে রাজনৈতিক লড়াইয়ে মুখোমুখি, বিষ্ণুপুরে সৌমিত্রর বিরুদ্ধে প্রার্থী সুজাতা]

পঞ্চায়েত নির্বাচনের সময় দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। বোমাবাজি, গুলিতে চড়ায় আতঙ্ক। ঝরে রক্ত। রাজনৈতিক হিংসায় প্রাণও হারান বেশ কয়েকজন। ফের সামনে লোকসভা নির্বাচন। ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও নির্বাচনী উত্তাপ চড়ছে ক্রমশ। এই পরিস্থিতিতে ভাঙড়ে অশান্তির ঘটনার পর এখনও থমথমে গোটা এলাকা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

[আরও পড়ুন: দিল্লির লড়াইয়ে সৈনিক ১১ বিধায়ক, কেন জুন-পার্থ-বিশ্বজিতে আস্থা রাখল তৃণমূল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার