shono
Advertisement

সন্দেশখালির অশান্তিতে উসকানির অভিযোগ, গ্রেপ্তার আরও এক ISF নেত্রী

নিউটাউন থেকে ওই নেত্রীকে গ্রেপ্তার করেছে সন্দেশখালি থানার পুলিশ।
Posted: 09:34 AM Mar 01, 2024Updated: 09:34 AM Mar 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্দেশখালি কাণ্ডে গ্রেপ্তার আরও ১ আইএসএফ নেত্রী। অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে নিউটাউন থেকে আইএসএফ নেত্রী জুবি সাহাকে গ্রেপ্তার করল সন্দেশখালি থানার পুলিশ। আজই ধৃতকে তোলা হবে আদালতে।

Advertisement

গত কয়েকদিন ধরে স্থানীয়দের ক্ষোভের আগুনে কার্যত জ্বলছিল সন্দেশখালি। সেই অশান্তির নেপথ্যে বিরোধীরা বলেই বারবার দাবি করেছে শাসকদল। জানা গিয়েছে, অশান্তিতে উসকানি দেওয়ার অভিযোগ ছিল জুবি সাহার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতেই তাঁকে গ্রেপ্তার করতে নিউটাউনে পৌঁছয় সন্দেশখালি থানার পুলিশ। নিউটাউনের নাতাশা খান নামে এক মহিলার বাড়িতে থাকাকালীন রাতভর পুলিশ জিজ্ঞাসাবাদ করে জুবিকে। পরবর্তীতে শুক্রবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজই তাঁকে তোলা হবে আদালতে।

[আরও পড়ুন: মেলেনি প্রমাণ, মুক্ত ১৯৯৩ মুম্বই হামলায় অন্যতম অভিযুক্ত আবদুল করিম টুন্ডা]

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি মিনাখাঁর মঠবাড়ি এলাকা থেকে আরেক আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অশান্তিতে উসকানি দেওয়ার অভিযোগ ছিল। তবে ২ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্তি পেয়েছেন তিনি।

[আরও পড়ুন: উদ্ধার করেছিলেন উত্তরকাশীর শ্রমিকদের, গুঁড়িয়ে দেওয়া হল সেই যুবকের বাড়ি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement