shono
Advertisement

পরমাণু কেন্দ্রে হামলার ছক আইএস জঙ্গিদের

ইউরোপের নানা দেশে ঢুকে পড়েছে কয়েকশো জঙ্গি৷ The post পরমাণু কেন্দ্রে হামলার ছক আইএস জঙ্গিদের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:53 PM Dec 03, 2016Updated: 04:23 PM Dec 03, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরাক, সিরিয়াতে ক্রমাগত কোণঠাসা হচ্ছে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন৷ তাই এখন পাল্টা আঘাত হানতে ছক বদলাচ্ছে জঙ্গিরা৷ এবার সিরিয়া থেকে থেকে জঙ্গিরা ইউরোপের বিভিন্ন দেশে ঢুকে পড়ার ছক কষেছে৷ বিশেষ করে বিভিন্ন দেশের পরমাণু কেন্দ্রগুলিতে হামলার পরিকল্পনা রয়েছে তাদের৷ ইউরোপীয় পুলিশ সংস্থা ইউরোপ পোল এক রিপোর্ট এই কথা জানিয়েছে৷ পাশাপাশি তারা সতর্ক করেছে, ইউরোপের বাইরে বিভিন্ন দেশেও আইএস তাদের শাখা বিস্তার করছে৷

Advertisement

(ট্রাম্পের ঐতিহাসিক ফোনে বেজায় চটেছে চিন)

সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে ইসলামিক স্টেটের অনেক জঙ্গি ইউরোপে ফিরে আসার চেষ্টা করছে৷ ইতিমধ্যেই কয়েকশো জঙ্গি ঢুকে পড়েছে ফ্রান্স, বেলজিয়াম, ফিনল্যান্ড-সহ বিভিন্ন দেশে৷ সামনেই বড়দিন৷ উৎসবের মুহূর্তকে নাশকতার অন্যতম লক্ষ্য হিসাবে ঠিক করেছে তারা৷ জঙ্গিরা মূলত গাড়ি বোমা হামলা এবং অপহরণের ছক কষেছে৷ পাশাপাশি পরমাণু কেন্দ্রের দিকেও তাদের নজর রয়েছে৷ সিরিয়া থেকে যে শরণার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে তাদের অনেককেই আইএস জঙ্গিরা ‘রিত্রুট’ করার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউরোপোলের কর্তারা৷ ২০১৫-তে যেভাবে প্যারিসে একাধিক হামলার ঘটনা ঘটেছিল, বিশেষ করে নভেম্বরে হামলার স্মৃতি এখনও টাটকা৷ বড় দিনের উৎসবের মুহূর্তে বহু স্থানে লক্ষাধিক মানুষের সমাগম হয়৷ সেই জনসমাগমের সময় হামলা চালানোর পরিকল্পনা জঙ্গিদের৷ ইউরোপোলের এক আধিকারিক রন ওয়েইনরাইট জানিয়েছেন, ডিসেম্বর মাসে জঙ্গিদের হামলার বড় খবর রয়েছে৷ সেজন্য প্রতিটি দেশকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করতে বলা হয়েছে৷

The post পরমাণু কেন্দ্রে হামলার ছক আইএস জঙ্গিদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement