shono
Advertisement

ড্র করেই শেষ চারে এটিকে

মুম্বই এবং চেন্নাই আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছিল৷ The post ড্র করেই শেষ চারে এটিকে appeared first on Sangbad Pratidin.
Posted: 03:16 AM Nov 30, 2016Updated: 09:54 PM Nov 29, 2016

অ্যাটলেটিকো ডি কলকাতা: ১ (পিয়ারসন)

Advertisement

কেরালা ব্লাস্টার্স: ১ (বিনীত)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতটা ম্যাচে ড্র৷ চারটেয় জয়৷ তা সত্ত্বেও টানা তৃতীয়বার আইএসএল-এর সেমিফাইনালে পৌঁছে গেল অ্যাটলেটিকো ডি কলকাতা৷ শেষ চারে চলে গেলেও ঘরের মাঠের দর্শকদের কিন্তু সেভাবে খুশি করতে পারলেন না পোস্তিগারা৷ কারণ রবীন্দ্র সরোবর মাত্র একবারই জিততে দেখল মোলিনার দলকে৷

কেরালাকে বড় ব্যবধানে হারানোর লক্ষ্য নিয়ে এদিন মাঠে নেমেছিলেন হিউমরা৷ কিন্তু সেই থোড়-বড়ি-খাড়া আর খাড়া-বড়ি-থোড়৷ আট মিনিটেই বিনীতের গোলে পিছিয়ে পড়ে এটিকে৷ ১০ মিনিট পর পিয়ারসন সমতা ফিরিয়ে দলকে স্বস্তির এক পয়েন্ট দেন৷ এদিন এটিকে-র মার্কি তারকা পোস্তিগা গোলের সুযোগ নষ্ট না করলে হয়তো তিন পয়েন্টই ঝুলিতে ভরতে পারত কলকাতা৷ জ্বর হওয়ায় ডাউটিকে প্রথম একাদশের বাইরে রেখেই দল সাজিয়ে ছিলেন মোলিনা৷ ম্যাচের শেষ মিনিটে নামানো হয় তাঁকে৷

মুম্বই এবং চেন্নাই আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছিল৷ এদিন ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তিন নম্বরে থেকে শেষ চারে পৌঁছাল সৌরভের দল৷ একই পয়েন্টে রয়েছে শচীনের দলও৷ কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে তারা৷ আপাতত অন্যরা কী করে, তার উপরই নির্ভর করবে কেরালার সেমিফাইনালের ভাগ্য৷ একের পর এক বাধা পেরিয়ে টানা তৃতীয়বার শেষ চারে আইএসএলের প্রথম মরশুমের চ্যাম্পিয়নরা৷ এবার কি ফের সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে? এমন প্রশ্ন শুনে দলের সহ-কর্ণধার সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন, “আমরা তো দলকে উৎসাহ দেওয়ার সময় গ্যালারি থেকে গলা ফাটাবো৷ দল যেভাবে এগিয়ে চলেছে, কে বলতে পারে, এবারও হয়তো আমরাই জয়ী হব৷”

The post ড্র করেই শেষ চারে এটিকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement