shono
Advertisement

Breaking News

মশাল হাতে ক্লেটন, পিছনে সমর্থকরা, অভিনব ভিডিওতে জার্সি উন্মোচন ইস্টবেঙ্গলের

গত তিন বছরের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল।
Posted: 09:40 PM Sep 12, 2023Updated: 09:40 PM Sep 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশম আইএসএলের দামামা বেজে গিয়েছে। গত তিন বছরের ব্যর্থতার রেশ কাটিয়ে এ বছর নতুন করে শুরু করতে চাইছে লাল-হলুদ শিবির। আর এই নতুন সোপানে নতুন জার্সি পরে নামবেন ক্লেটন সিলভা, সৌভিক চক্রবর্তী, মহেশ সিংরা।

Advertisement

মঙ্গলবার ক্লাবের নতুন জার্সি প্রকাশ করেছে লাল-হলুদ শিবির। এক বিশেষ ভিডিও-য় ওই জার্সি উন্মোচন করেছে লাল-হলুদ শিবির। সেই সঙ্গে ক্লাবের বক্তব্য, “এই রংটাই আমাদের একসঙ্গে নিয়ে আসে। এই আগুনটা আমাদের এগিয়ে যেতে সাহায্য করে।” মোটামুটিভাবে ইস্টবেঙ্গলের জার্সির চিরাচরিত ডিজাইনই রাখা হয়েছে। এবার জার্সির সামনে পিছনে ইস্টবেঙ্গলের নতুন স্পনসর ‘ব্যাটারি’র নাম লেখা। জার্সির পিছনেও একই ডিজাইন রাখা হয়েছে। এছাড়াও জার্সিতে স্পনসর হিসেবে রয়েছে ইমামির নাম। প্যান্টের রং কালো।

[আরও পড়ুন: রাজ্য প্রশাসনে বড় রদবদল, একঝাঁক জেলাশাসক-পুলিশ সুপারকে বদলি নবান্নর]

গত তিন বছর আইএসএলের মঞ্চে ইস্টবেঙ্গলের (East Bengal) পারফরম্যান্স মোটেও ভাল ছিল না। তবে কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) কোচিংয়ে এবারের ডুরান্ড কাপে (Durand Cup 2023) লাল-হলুদ অনেক বেশি তাগিদ দেখিয়েছে। আইএসএলেও সেই তাগিদই দেখতে চাইবেন লাল-হলুদ সমর্থকরা। 

[আরও পড়ুন: বেআইনি বিজ্ঞাপন রুখতে কড়া পদক্ষেপ, হোর্ডিংয়ের তথ্য পুজো কমিটিকে জানাতে হবে পুরসভায়]

২৫ সেপ্টেম্বর জামশেদপুর এফসির বিরুদ্ধে হোম ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। তাঁদের দ্বিতীয় ম্যাচও ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে। ২৮ অক্টোবর আইএসএলের প্রথম ডার্বি খেলবে লাল-হলুদ শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement