স্টাফ রিপোর্টার: সমস্যা যেন পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের। এবার সমস্যার কেন্দ্রে দিমিত্রিয়স দিয়ামান্তাকস। একদিন ছুটি কাটিয়ে বুধবার অনুশীলনে নামে লাল-হলুদের সিনিয়র দল। যদিও যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে দলের সঙ্গে ছিলেন না দিয়ামান্তাকস। কেন আসেননি তিনি? অনুশীলন পর্ব শেষে মাঠ ছাড়ার সময় কোচ কার্লেস কুয়াদ্রাত নিজেই জানিয়ে গেলেন, পেটের সমস্যা হওয়ায় আসতে পারেননি গ্রিক ফরোয়ার্ড। তবে রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে তাঁর খেলতে সমস্যা হবে না বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট।
বুধবার থেকে জোরকদমে কেরালা ম্যাচের প্রস্তুতি শুরু করে দিলেন কোচ কুয়াদ্রাত। মরশুমের শুরু থেকেই প্রশ্ন উঠছে ডিফেন্স নিয়ে। আইএসএলের (ISL 2024-25) প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি-র কাছে ০-১ গোলে হারের কারণও সেই রক্ষণই। তবে সেই সমস্যা এখনও মেটাতে না পেরে প্রবল চাপে রয়েছেন লাল-হলুদের স্প্যানিশ হেডস্যর। এমনিতেই কার্ড সমস্যায় কেরালার বিরুদ্ধে খেলতে পারবেন না লালচুংনুঙ্গা। এখনও মাঠে নামার জায়গায় নেই নিশু কুমার এবং প্রভাত লাকড়া। এদিনও মাঠের পাশে রিহ্যাব করতে দেখা গিয়েছে এই দুই সাইড ব্যাককে। আর তাঁদের সঙ্গী হয়েছিলেন মহম্মদ রাকিপও। চোটের জন্য মাঝে বেশ কয়েকদিন বাইরে ছিলেন তিনি। ফলে ফের তাঁর মাঠের বাইরে থাকা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে রাকিপের চোট গুরুতর নয় দাবি করে কোচ কুয়াদ্রাত জানিয়েছেন, বৃহস্পতিবার থেকেই দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন তিনি।
বেঙ্গালুরু ম্যাচে স্পষ্ট হয়ে গিয়েছে, ডিফেন্স শক্তিশালী করতে দুই বিদেশি ডিফেন্ডারকে একসঙ্গে খেলালে আক্রমণে জোর দিতে পারবে না ইস্টবেঙ্গল। পাশাপাশি লালচুংনুঙ্গাও নেই। তাই কেরালার বিরুদ্ধে হেক্টর ইউস্তের সঙ্গে জিকসন সিংকে সেন্টার ব্যাক হিসাবে খেলানোর পরিকল্পনা রয়েছে কুয়াদ্রাতের। সঙ্গে লেফট ব্যাক হিসাবে ফিরবেন মার্ক জোথানপুইয়া। এদিন অনুশীলনে সেভাবেই দলকে তৈরি করলেন তিনি। বেঙ্গালুরু ম্যাচেও শেষদিকে সেন্টার ব্যাক হিসাবে খেলেছেন জিকসন। কেরালা ম্যাচে তিনি এই স্ট্র্যাটেজিতে দল সাজালে প্রথম একাদশে ফিরবেন মাদিহ তালাল।