মোহনবাগান: ২ (মনবীর, শুভাশিস)
হায়দরাবাদ এফসি: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষুরধার আক্রমণ, জমাট রক্ষণ, সঙ্গে ছন্দময় মাঝমাঠ। অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে চ্যাম্পিয়নের মতোই খেলল মোহনবাগান। খেলার চূড়ান্ত ফল হয়তো বলছে, সবুজ-মেরুন শিবির জিতেছে ২-০ গোলে। কিন্তু গোটা ম্যাচে মোহনবাগান যে দাপটের সঙ্গে খেলেছে, তাতে উৎফুল্ল হতেই পারেন সবুজ-মেরুনের সভ্য সমর্থকরা।
এমনিতে হায়দরাবাদ লিগ টেবিলের নিচের দিকের দল। মোহনবাগানের থেকে ধারেভারে অনেকটাই পিছিয়ে। কিন্তু শেষ ম্যাচে মহামেডানের বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্সের পর থংবই সিন্টোর ছেলেদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছিল। মোহনবাগান কোচ মোলিনার মুখেও সমীহ শোনা গিয়েছিল হায়দরাবাদের জন্য। কিন্তু এদিন খেলার মাঠে সেই সমীহের বিন্দুমাত্র চিহ্ন দেখা গেল না। ম্যাচের একেবারে শুরু থেকেই দাপট দেখালেন স্টুয়ার্ট-মনবীররা। সুযোগও আসা শুরু করল।
ম্যাচের প্রথম গোলটি এল মনবীরের পা থেকে। ম্যাচের ৩৭ মিনিটে ডান প্রান্ত থেকে দুর্দান্ত দৌড়ে বক্সে ঢুকে কার্যত একার ক্যারিশমায় দুর্দান্ত গোলটি করলেন তিনি। প্রথমার্ধে আর গোল আসেনি। দ্বিতীয়ার্ধের মিনিট দশেকের মধ্যে এল দ্বিতীয় গোল। এবার স্টুয়ার্টের দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করে গেলেন শুভাশিস বসু। দু'গোলের পরও বেশ কয়েকটি সুযোগ এসেছিল। কিন্তু শেষপর্যন্ত আর গোল আসেনি। তবে গোল না এলেও যেভাবে পারফর্ম করলেন শুভাশিসরা, সেটা সন্তুষ্ট করবে কোচ মোলিনাকে।
এই নিয়ে আইএসএলে টানা তিন নম্বর জয় পেল সবুজ-মেরুন শিবির। মহামেডান, ইস্টবেঙ্গল শহরের দুই প্রতিদ্বন্দ্বীকেও অনায়াসেই হারিয়েছিল সবুজ-মেরুন শিবির। বুধবার সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারল না হায়দরাবাদ এফসিও। পর পর তিন জয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল সবুজ-মেরুন শিবির।