shono
Advertisement

Breaking News

ISL 2024

সেমিফাইনালের প্রথম পর্বে হার, কোন অঙ্কে আইএসএল ফাইনালে খেলতে পারে মোহনবাগান?

লিগের শেষ ম্যাচে মোহনবাগান যুবভারতীতে খেলেছিল মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। সেবার ৬০ হাজার দর্শক গলা ফাটিয়েছিল শুভাশিসদের জন্য।
Posted: 10:25 PM Apr 23, 2024Updated: 10:25 PM Apr 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলের (ISL 2024) সেমিফাইনালের প্রথম পর্বে হারের মুখ দেখতে হয়েছে মোহনবাগানকে। অ্যাওয়ে ম্যাচে সের্জিও লোবেরার ছেলেদের কাছে ২-১ গোলে হেরেছে হাবাস ব্রিগেড। কলিঙ্গ স্টেডিয়ামে ডেলগাডো, কৃষ্ণ গোল করে কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছে ওড়িশাকে। তবে এর পরও ফাইনালে খেলতে পারে সবুজ-মেরুন শিবির। কোন অঙ্কে?

Advertisement

আসলে আইএসএলের সেমিফাইনাল দুই পর্বের। প্রথম পর্বে হারলেও দ্বিতীয় পর্বে বড় ব্যবধানে জিতে এখনও ফাইনালে উঠতে পারে সবুজ-মেরুন ব্রিগেড। পরের পর্ব আবার মোহনবাগানের (Mohun Bagan) ঘরের মাঠ যুবভারতীতে। তবে শর্ত একটাই, মোহনবাগানকে জিততে হবে অন্তত দু'গোলের ব্যবধানে। যাতে দুই পর্ব মিলিয়ে ওড়িশার থেকে বেশি গোল হয় সবুজ-মেরুনের।

[আরও পড়ুন: ‘সাত দফায় সাত অঙ্গ ভাঙব বিজেপির’, দার্জিলিংয়ে হুঁশিয়ারি অভিষেকের]

ধরা যাক, যুবভারতীতে মোহনবাগান জিতল ২-০ বা ৩-১ বা ৪-২ গোলে অর্থাৎ ২ গোল বা তার বেশি ব্যবধানে। তাহলে ফাইনাল খেলবে মোহনবাগানই। কিন্তু যুবভারতীতে ম্যাচ ড্র হলে বা মোহনবাগান হারলে ফাইনাল খেলবে ওড়িশা। আবার যুবভারতীর ম্যাচ যদি সবুজ-মেরুন ব্রিগেড ১-০ গোলে জেতে, তাহলে দুই পর্ব মিলিয়ে স্কোর দাঁড়াবে ২-২। সেক্ষেত্রে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। তাতেও যদি কোনওপক্ষ আর গোল করতে না পারে খেলা গড়াবে পেনাল্টি শুট আউটে। ২-১ বা ৩-২ বা ৪-৩ ফলাফল হলে অর্থাৎ মোহনবাগান ১ গোলের ব্যবধানে জিতলে একইভাবে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সুতরাং, মোহনবাগানের লক্ষ্য থাকবে যেনতেন প্রকারে ঘরের মাঠে ২ গোলের ব্যবধানে জেতা।

[আরও পড়ুন: প্রেমিকাকে লাথি-ঘুসি মেরে নৃশংস হত্যা ভারতীয় বংশোদ্ভূতর, ২০ বছরের সাজা সিঙ্গাপুর আদালতে]

লিগের শেষ ম্যাচে মোহনবাগান যুবভারতীতে খেলেছিল মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। সেবার ৬০ হাজার দর্শক গলা ফাটিয়েছিল শুভাশিসদের জন্য। এবারও মরণ-বাঁচন ম্যাচ। আবারও দর্শকদের সেই শব্দব্রহ্ম তৈরি হবে। কোচ হাবাস চাইবেন ঘরের মাঠে যেমন মুম্বই বধ হয়েছিল, তেমনই হবে ওড়িশা (Odhisha FC) বধ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement