সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলের (ISL 2024) সেমিফাইনালের প্রথম পর্বে হারের মুখ দেখতে হয়েছে মোহনবাগানকে। অ্যাওয়ে ম্যাচে সের্জিও লোবেরার ছেলেদের কাছে ২-১ গোলে হেরেছে হাবাস ব্রিগেড। কলিঙ্গ স্টেডিয়ামে ডেলগাডো, কৃষ্ণ গোল করে কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছে ওড়িশাকে। তবে এর পরও ফাইনালে খেলতে পারে সবুজ-মেরুন শিবির। কোন অঙ্কে?
আসলে আইএসএলের সেমিফাইনাল দুই পর্বের। প্রথম পর্বে হারলেও দ্বিতীয় পর্বে বড় ব্যবধানে জিতে এখনও ফাইনালে উঠতে পারে সবুজ-মেরুন ব্রিগেড। পরের পর্ব আবার মোহনবাগানের (Mohun Bagan) ঘরের মাঠ যুবভারতীতে। তবে শর্ত একটাই, মোহনবাগানকে জিততে হবে অন্তত দু'গোলের ব্যবধানে। যাতে দুই পর্ব মিলিয়ে ওড়িশার থেকে বেশি গোল হয় সবুজ-মেরুনের।
[আরও পড়ুন: ‘সাত দফায় সাত অঙ্গ ভাঙব বিজেপির’, দার্জিলিংয়ে হুঁশিয়ারি অভিষেকের]
ধরা যাক, যুবভারতীতে মোহনবাগান জিতল ২-০ বা ৩-১ বা ৪-২ গোলে অর্থাৎ ২ গোল বা তার বেশি ব্যবধানে। তাহলে ফাইনাল খেলবে মোহনবাগানই। কিন্তু যুবভারতীতে ম্যাচ ড্র হলে বা মোহনবাগান হারলে ফাইনাল খেলবে ওড়িশা। আবার যুবভারতীর ম্যাচ যদি সবুজ-মেরুন ব্রিগেড ১-০ গোলে জেতে, তাহলে দুই পর্ব মিলিয়ে স্কোর দাঁড়াবে ২-২। সেক্ষেত্রে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। তাতেও যদি কোনওপক্ষ আর গোল করতে না পারে খেলা গড়াবে পেনাল্টি শুট আউটে। ২-১ বা ৩-২ বা ৪-৩ ফলাফল হলে অর্থাৎ মোহনবাগান ১ গোলের ব্যবধানে জিতলে একইভাবে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সুতরাং, মোহনবাগানের লক্ষ্য থাকবে যেনতেন প্রকারে ঘরের মাঠে ২ গোলের ব্যবধানে জেতা।
[আরও পড়ুন: প্রেমিকাকে লাথি-ঘুসি মেরে নৃশংস হত্যা ভারতীয় বংশোদ্ভূতর, ২০ বছরের সাজা সিঙ্গাপুর আদালতে]
লিগের শেষ ম্যাচে মোহনবাগান যুবভারতীতে খেলেছিল মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। সেবার ৬০ হাজার দর্শক গলা ফাটিয়েছিল শুভাশিসদের জন্য। এবারও মরণ-বাঁচন ম্যাচ। আবারও দর্শকদের সেই শব্দব্রহ্ম তৈরি হবে। কোচ হাবাস চাইবেন ঘরের মাঠে যেমন মুম্বই বধ হয়েছিল, তেমনই হবে ওড়িশা (Odhisha FC) বধ।