সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলায় যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল। মৃত্যুর সংখ্যা তিন হাজার পেরিয়ে গিয়েছে। অশান্ত এই পরিস্থিতিতে পরিবারের সদস্যকে হারালেন অভিনেত্রী মধুরা নায়েক (Madhura Naik)। সন্তানদের সামনেই নির্মমভাবে হত্যা করা হয়েছে তাঁর বোন ও জামাইবাবুকে। ইনস্টাগ্রাম ভিডিওতে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি হামাসের হামলার প্রতিবাদে কবিগুরুর কবিতা পাঠ করেও শুনিয়েছেন তিনি।
ইজরায়েল (Israel) ও প্যালেস্টাইনের দ্বন্দ্ব নতুন কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আরবভূমির বুকে তৈরি ইহুদি দেশটিকে জন্মলগ্ন থেকেই ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে পড়শি মুসলিম দেশগুলোর। এপর্যন্ত একাধিক যুদ্ধও হয়েছে দুপক্ষের মধ্যে। ফের নতুন করে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার পরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যায়। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মধুরা নিজে জিউ সম্প্রদায়ের। অভিনেত্রী জানান, গত রবিবার সন্তানদের সামনেই তাঁর বোন ওডায়া ও তাঁর স্বামীকে নির্মমভাবে হামাসের দুষ্কৃতিরা খুন করেছে।
অভিনেত্রী জানান, তিনি কোনও ধরনের সন্ত্রাসকেই সমর্থন করেন না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুরোপুরিবাবে ইজরায়েলের পাশে রয়েছেন। “সেলফ ডিফেন্স সন্ত্রাস নয়”, এমন কথাও বলেন মধুরা। ইজরায়েলের সরকারের কাছে অনুরোধ করেন, নাগরিকদের বাঁচাতে যেন যেকোনও পদক্ষেপ নেওয়া হয়। এর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের “চিত্ত যেথা ভয়শূন্য” কবিতা পাঠ করে শোনান তিনি।