shono
Advertisement

বায়ুসেনার নিখোঁজ বিমান ঘিরে ঘনীভূত রহস্য, সাহায্যে এগিয়ে এল ইসরো

বিমানটির খোঁজে নেমেছে নৌসেনার পি৮আই বিমান৷ The post বায়ুসেনার নিখোঁজ বিমান ঘিরে ঘনীভূত রহস্য, সাহায্যে এগিয়ে এল ইসরো appeared first on Sangbad Pratidin.
Posted: 05:43 PM Jun 04, 2019Updated: 05:43 PM Jun 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত৷ কিন্তু এখনও খোঁজ মেলেনি ভারতীয় বায়ুসেনার পণ্যবাহী বিমান এন-৩২র৷ সোমবারই বিমানটির খোঁজে নামে ভারতীয় সেনা ও বায়ুসেনা৷ কিন্তু তারপরেও এই আন্তনভ বিমানটির কোনও খোঁজ না মেলায়, এবার স্যাটেলাইটের সাহায্য নিতে শুরু করেছেন সেনা আধিকারিকরা৷ পাশাপাশি, একাজ শুরু করেছে ভারতীয় নৌসেনা৷ নিখোঁজ বিমানটির উদ্ধারকার্যে নেমেছে নৌসেনার পি৮আই বিমান৷

Advertisement

[ আরও পড়ুন: হারের জেরে বিধ্বস্ত মহাজোট, উপনির্বাচনে আলাদা লড়বে সপা-বসপা! ]

সোমবার দুপুরে আন্তনভ বিমানটি নিখোঁজে হওয়ার খবর আসতেই, বায়ুসেনার যুদ্ধবিমান সুখোই-৩০ ও সি-১৩৯ হারকিউলিসকে মোতায়েন করা হয়৷ এরপর তাদের সঙ্গে যোগ দেয় ভারতীয় সেনা৷ কিন্তু ২৪ ঘণ্টারও বেশি সময় অতিক্রম হয়ে যাওয়ায়, এবার স্যাটেলাইট ও নৌসেনাকে খোঁজার কাজে নামানো হয়েছে বলে সূত্রের খবর৷ জানা গিয়েছে, ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর বিশেষজ্ঞরা৷ তবে উত্তর-পূর্ব ভারতের আকাশ মেঘলা থাকায় উপগ্রহের চিত্রগ্রহণে কিছুটা অসুবিধা হচ্ছে বলে ইসরো সূত্রে খবর৷ একই ভাবে কাজে শুরু করেছে নৌসেনার পি৮আই বিমান৷ মঙ্গলবার দুপুরেই তামিলনাড়ুর আরাকোনাম নৌসেনা ঘাঁটি থেকে দেয় বিমানটি৷ নিখোঁজ বিমানটির উদ্ধারকার্যে সরকার ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ পাশাপাশি বিমানে সওয়ার ১৩ যাত্রীর জন্য প্রার্থনা করেছেন তিনি৷

[ আরও পড়ুন: ইফতারে যোগ দিয়ে গিরিরাজের নিশানায় নীতীশ, এনডিএ জোটে ভাঙনের ইঙ্গিত ]

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা নাগাদ অসমের জোরহাট থেকে অরুণাচল প্রদেশের মেচুকা ভ্যালির অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডের উদ্দেশ্যে যাওয়ার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় ভারতীয় বায়ুসেনার এএন-৩২ পণ্যবাহী বিমানটি৷ তখন বিমানটিতে সওয়ার ছিলেন আটজন কর্মী ও পাঁচজন যাত্রী-সহ মোট ১৩ জন৷ জানা গিয়েছে, উড়ানের কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আন্তনভ বিমানটির৷ এবং তারপর থেকে এখনও পর্যন্ত বিমানটির কোনও খোঁজ পাওয়া যায়নি৷

The post বায়ুসেনার নিখোঁজ বিমান ঘিরে ঘনীভূত রহস্য, সাহায্যে এগিয়ে এল ইসরো appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement