shono
Advertisement

আগামী বছর মার্চে লঞ্চ হচ্ছে ইসরোর নয়া স্যাটেলাইট

মঙ্গলবার ইসরোর চেয়ারম্যান এ এস কিরণ কুমার সরকারিভাবে স্যাটেলাইট লঞ্চের কথা ঘোষণা করেন৷ The post আগামী বছর মার্চে লঞ্চ হচ্ছে ইসরোর নয়া স্যাটেলাইট appeared first on Sangbad Pratidin.
Posted: 03:24 AM Nov 09, 2016Updated: 09:54 PM Nov 08, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান৷ আগামী বছর মার্চ মাসেই লঞ্চ হতে চলেছে সার্কের নয়া স্যাটেলাইট৷ মঙ্গলবার ইসরোর চেয়ারম্যান এ এস কিরণ কুমার সরকারিভাবে স্যাটেলাইট লঞ্চের কথা ঘোষণা করেন৷

Advertisement

২০১৪ সালের নভেম্বর মাসে নেপালে সার্ক সম্মেলনে যোগ দিয়ে এই স্যাটেলাইট লঞ্চ করার কথা জানিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সার্ক অন্তর্ভূক্ত দেশগুলির সুবিধার কথা ভেবেই স্যাটেলাইট লঞ্চের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ বলা হয়েছিল, চলতি বছরের শেষেই নয়া স্যাটেলাইট লঞ্চ করা হবে৷ এদিন তা পিছিয়ে মার্চে লঞ্চ করার কথা ঘোষণা করা হল৷ পাকিস্তান এই প্রোজেক্টে অংশ না নেওয়ায় একে সাউথ এশিয়ান স্যাটেলাইট আখ্যা দেওয়া হয়েছে৷ এর পাশাপাশি আগামী মাসেই লঞ্চ হওয়ার কথা জিএসএলভি মার্ক ৩-র৷ ইসরো চেয়ারম্যান জানালেন, “শ্রীহরিকোটায় জোর কদমে চলছে স্যাটেলাইট লঞ্চের কাজ৷ আশা করা যাচ্ছে, ডিসেম্বরেই এটি লঞ্চ করতে সফল হব আমরা৷

তৃতীয় প্যাড লঞ্চের সময় ইসরো চেয়ারম্যান জানিয়ে ছিলেন, প্রতিটি কর্মীকে সঠিকভাবে কাজে লাগানো প্রয়োজন৷ তাই টিম ওয়ার্কে জোর দেওয়া হচ্ছে৷

The post আগামী বছর মার্চে লঞ্চ হচ্ছে ইসরোর নয়া স্যাটেলাইট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement