shono
Advertisement

Breaking News

হিন্দুরা পরধর্ম সহিষ্ণু, তাই ইজরায়েল-হামাসের মতো সংঘর্ষ ভারতে ঘটেনি: মোহন ভাগবত

'আপনি হিন্দু, মানে মুসলমানরাও সুরক্ষিত', মন্তব্য সংঘপ্রধানের।
Posted: 03:44 PM Oct 22, 2023Updated: 09:11 PM Oct 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অব্যাহত ইজরায়েল-হামাস রক্তক্ষয়ী যুদ্ধ। যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক রাজনীতিতে। একপক্ষ যখন ইহুদি রাষ্ট্রের পক্ষে, অন্যদের বক্তব্য- প্যালাস্টাইনের উপরে দশকের পর দশক ধরে অত্যাচার চালাচ্ছে ইজরায়েল (Israel)। এবার এই বিষয়ে মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। তাঁর দাবি, ভারত এমন সংঘাতের সাক্ষী হয়নি কখনই। যেহেতু হিন্দু ধর্মাবলম্বীরা অন্য সম্প্রদায়ের মানুষকে সম্মান করেন।

Advertisement

ছত্রপতি শিবাজীর ৩৫০তম রাজ্যাভিষেক দিবস উপলক্ষে একটি স্কুলের অনুষ্ঠানে শনিবার যোগ দেন সংঘপ্রধান। সেখানেই তিনি বলেন, “এ দেশে একটি ধর্ম ও সংস্কৃতি রয়েছে, যা সব সম্প্রদায় এবং তাদের বিশ্বাসকে সম্মান করে। এটা হিন্দুদের দেশ। তার মানে এই নয় যে আমরা বাকিদের (ধর্মগুলিকে) প্রত্যাখান করব। আপনি যখন নিজেকে হিন্দু বলছেন, তখন আর বলার দরকার নেই যে মুসলমানরাও সুরক্ষিত। কেবলমাত্র হিন্দুরাই এটা করে থাকে। ভারতেই এটা হয়। অন্যরা এভাবে ভাবেন না।” ভাগবত যোগ করেন, “সব জায়গায় সংঘাত চলছে। ইউক্রেনের যুদ্ধের কথা জানেন আপনারা। এবং হামাস-ইজরায়েল যুদ্ধ। ভারতের এমন ইস্যুতে কখনওই যুদ্ধ হয়নি। শিবাজী মহারাজের আমলেও আগ্রাসন ছিল। কিন্তু এই ইস্যুতে আমরা কখনও কারও সঙ্গে যুদ্ধ করিনি। এই কারণেই আমরা হিন্দু।”

[আরও পড়ুন: প্যালেস্টাইনের পাশে মানবিক ভারত, ৩২ টন ত্রাণ সামগ্রী পাঠাল নয়াদিল্লি]

উল্লেখ্য, হামাসের হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইজরায়েলের পাশে দাঁড়ালেও গাজার হাসপাতালে হামলার নিন্দা করেন তিনি। এর পর রবিবার যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনে (Palestine) ত্রাণ পাঠাল ভারত। রবিবার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, ত্রাণ নিয়ে মিশরের উদ্দেশে রওনা দিয়েছে ভারতীয় (India) বায়ুসেনার বিমান। ওষুধ থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হবে দুর্গত মানুষের হাতে। প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতেই প্যালেস্টাইনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানেই সাহায্যের আশ্বাস দিয়েছিলেন তিনি। 

[আরও পড়ুন: অখিলেশের সঙ্গে ঝামেলা মেটাতে আসরে খোদ রাহুল? সুর নরম করছে কংগ্রেস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement