shono
Advertisement

১১০০ অভিযান চালিয়ে ৫৪০০ কোটি কালো টাকার খোঁজ পেল আয়কর বিভাগ

আরও অভিযান চালাবে আয়কর বিভাগ৷ The post ১১০০ অভিযান চালিয়ে ৫৪০০ কোটি কালো টাকার খোঁজ পেল আয়কর বিভাগ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:48 PM Feb 08, 2017Updated: 08:18 AM Feb 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকে ১০ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত দেশজুড়ে ১১০০ বারেরও বেশি অভিযান চালিয়ে আয়কর বিভাগ ৫৪০০ কোটি টাকারও বেশি কালো টাকা চিহ্নিত ও উদ্ধার করেছে৷ লোকসভায় এই কথা জানালেন অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সন্তোষ কুমার গাংওয়ার৷

Advertisement

তিনি জানিয়েছেন, কালো টাকার উৎসের সন্ধানে গত বছরের ৯ নভেম্বর থেকে অন্তত ৫১০০টি নোটিস পাঠিয়েছে আয়কর বিভাগ৷ অভিযান চালিয়ে ৬১০ কোটি টাকার সম্পত্তি আটক করা হয়েছে যার মধ্যে নগদ রয়েছে ৫১৩ কোটি টাকা৷ বাকি মিলেছে সোনা ও রুপোর গহনায়৷ নতুন নোটে উদ্ধার হয়েছে ১১০ কোটি টাকা৷ এখনও পর্যন্ত মোট ৫৪০০ কোটি টাকার কালো টাকা চিহ্নিত করা সম্ভব হয়েছে৷ তদন্ত ও উদ্ধার অভিযান জারি রয়েছে৷ এই তথ্য ইতিমধ্যেই সিবিআই ও ইডি-কেও জানিয়েছে আয়কর বিভাগ৷

গাংওয়ার আরও জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়া জারি রয়েছে৷ ‘অপারেশন ক্লিন মানি’ শুধু কালো টাকা উদ্ধারেই নয়, বড় অঙ্কের অবৈধ লেনদেন, কালো টাকার মালিকদের তথ্য সংগ্রহ ও তথ্য বিশ্লেষণ করা হচ্ছে যাতে ভবিষ্যতেও তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা যায়৷

The post ১১০০ অভিযান চালিয়ে ৫৪০০ কোটি কালো টাকার খোঁজ পেল আয়কর বিভাগ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement