সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টা পার। মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে এখনও তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তর। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। কোনও নথি বা তথ্য উদ্ধার হয়েছে কিনা তা অজানা। এদিকে সকাল থেকেই শহরে ফের অ্যাকশন শুরু করেছে ইডি-ও।
সূত্রের খবর, বালিগঞ্জ সার্কুলার রোডে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কোন মামলায় ইডির স্ক্যানার ওই ব্যবসায়ী তা এথনও জানা যায়নি।
[আরও পড়ুন: শান্তনু গাঁজাখোর, ভোট দেবেন না! কেন্দ্রীয় মন্ত্রীকে বেনজির আক্রমণ দলেরই বিধায়কের, ভাইরাল অডিও]
বুধবার সকালে নিউ আলিপুরে অরূপ বিশ্বাসের (Aroop Biswas) ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দেন আয়কর বিভাগের আধিকারিকরা। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তাঁরা ঘিরে ফেলে বাড়ি। শোনা যাচ্ছে, আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি। আয়-ব্যয়ের নথি ঘেঁটে দেখছেন আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের মুখোমুখি পড়তে হয় মন্ত্রীর ভাইকে। আয়কর বিভাগের আধিকারিকরা কথা বলেছেন স্বরূপ পত্নী জুঁই বিশ্বাসের সঙ্গেও। রাতভর সেই তল্লাশি চলে। সকালেও তাঁর বাড়িতেই রয়েছেন আয়কর কর্তারা। চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।